সদ্যজাতকে খুন করে পুকুরের জলে ভাসিয়ে দেয় দম্পতি।
পরিবার ও প্রতিবেশীদের থেকে কটাক্ষ শুনতে হবে- এটাই ছিল ভয়ের কারণ। আর তাই সদ্যজাত কন্যার গলা টিপে খুন করল মা বাবা! কেউ যাতে কিছুই না জানতে পারে তার জন্য মৃতদেহ ফেলে দেওয়া হল পুকুরে! এমন অমানবিক ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। বিষয়টি জানাজানি হতেই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ!
এই দুজনের বাড়ি কোচবিহারে। তিন মেয়ে- জামাই, দুই ছেলে এবং বেশ কয়েকটি নাতি- নাতনি নিয়ে ভরা সংসার। এরই মাঝে গর্ভে আসে আরও একটি সন্তান । স্বামী- স্ত্রীর মনে হয় এবার আর লোকের কাছে মুখ দেখানো যাবে না। বাড়িতেও গাঞ্জানার শিকার হতে হবে। এমতাবস্থায় স্ত্রীকে নিয়ে শনিবার জলপাইগুড়ির এক আত্মীয়ের বাড়ি চলে আসেন স্বামী। সেখানেই সন্তানের জন্ম হয়। আর তারপরই সদ্যজাতকে খুন করে পুকুরের জলে ভাসিয়ে দেয় দম্পতি।
পরদিন সকালে পুকুরে সদ্যজাতকে ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করে শুরু হয় তদন্ত। আর কথায় একাধিক অসঙ্গতি থাকায় এই দুজনকে গ্রেফতার করেও ময়নাগুড়ি থানার পুলিশ। আদালতে পেশ করা হলে বিচারক তাদের তিন দিন পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)