Parliament Live Updates: দু'দিন ধরে চলছে ৫৪২ জন সাংসদের শপথগ্রহণ
নিউ দিল্লি: জাতীয় নির্বাচনের পরে সোমবার শুরু হয়েছে ১৭ তম লোকসভা (17th Lok Sabha)। গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ (President Ram Nath Kovind) প্রোটেম স্পিকার হিসেবে বীরেন্দ্র কুমারের (pro tem Speaker Virendra Kumar) শপথ গ্রহণ করান। পরে বীরেন্দ্র অন্য আইন প্রণেতাদের শপথগ্রহণ পরিচালনা করেন। তিন তালাক (Triple Talaq) প্রথাকে অবৈধ করে তোলার আইন সহ এই অধিবেশনে বেশ কয়েকটি মূল বিল পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার ১৭ তম লোকসভার সদস্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) শপথ নেওয়ার পরই সংসদ জুড়ে রব ওঠে ‘মোদি…মোদি! গতকাল শপথ গ্রহণকারী অন্যান্য সংসদ সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ ও স্মৃতি ইরানী। বাকি সংসদ সদস্যরা আজ শপথ নেবেন। ৫৪২ জন আইন প্রণেতাদের শপথ গ্রহণ চলছে ২ দিন ধরে।
চতুর্থবার সংসদে নির্বাচিত রাহুল গান্ধীও (Rahul Gandhi) সোমবার সপ্তদশ লোকসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। তবে, রাহুল গান্ধী সংসদের রেজিস্টারে স্বাক্ষর করতে ভুলে যান গতকাল এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংসহ বেশ কয়েকজন সাংসদ সই করার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন রাহুল গান্ধীকে। সংসদ কক্ষে কংগ্রেস এখনও তার নেতাদের নাম ঘোষণা করেনি। আশা করা হচ্ছে, রাহুল গান্ধীই লোকসভায় দায়িত্ব নেবেন।
.
এখানে দেখুন সংসদ থেকে লাইভ আপডেট:
নতুন সদস্যরাও শপথ নিলেন আজ
শিরোমনি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল, অভিনেতা সানি দেওল ও আম আদমি পার্টির একমাত্র সাংসদ ভগবন্ত মান ১৭ তম লোকসভায় সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। আইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর, প্রিনীত কৌর ও শশী থারুরও প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শপথ নেন।
শিবগঙ্গার কংগ্রেস সাংসদ, কার্টি চিদাম্বরম লোকসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন।
লোকসভা স্পিকারের জন্য ওম বিড়লার প্রার্থী পদ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবহন মন্ত্রী তাঁর নাম প্রস্তাব করেন। বিজেডি, শিব সেনা, ন্যাশনাল পিপলস পার্টি, মিজো ন্যাশনাল ফ্রন্ট, আকালি দল, লোক জনশক্তি পার্টি, ওয়াইএসআরসিপি, জেডিইউ, এআইডিএমকে, এবং আপনা দল এই প্রস্তাবে স্বাক্ষর করেছে।"
ওম বিড়লার প্রার্থীপদকে সমর্থন করছে দলগুলি
লোকসভার স্পিকার হওয়ার জন্য এনডিএ প্রার্থী ওম বিড়লাকে সমর্থন করার জন্য একটি প্রস্তাব পাস করেছে বিজু জনতা দল (বিজেডি), জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। আজ সোমবার বেলা ১২ টা নাগাদ ওম বিড়লা তাঁর মনোনয়নপত্র জমা দেন।
লোকসভার স্পিকারের জন্য ওম বিড়লার প্রার্থী পদকে সমর্থন করছে ওয়াইএসআর কংগ্রেস ও এআইডিএমকেও।
আম আদমি পার্টির পাঞ্জাবের সাংরুরের সংসদ সদস্য, ভগবন্ত মান, লোকসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন, "ইনকিলাব জিন্দাবাদ" স্লোগান দিয়ে শেষ হয় তাঁর শপথ।
পাঞ্জাবের গুরুদাসপুরের ভারতীয় জনতা পার্টির সাংসদ সানি দেওল ১৭ তম লোকসভায় সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন।
বাজেট অধিবেশন চলাকালীন সংসদে দলের কৌশল নিয়ে আলোচনা করার জন্য কংগ্রেসের নেতা পি চিদাম্বরম, কে সুরেশ, আনন্দ শর্মা, গোলাম নবী আজাদ, জয়রাম রমেশ ও অধীর রঞ্জন চৌধুরী ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বাসভবনে সাক্ষাৎ করেন।
ওম বিড়লার স্ত্রী অমিতা বিড়লা দলের অন্দরের এই খবর নিশ্চিত করেছেন। তিনি এএনআইকে জানিয়েছেন, "এটি আমাদের জন্য খুব গর্বের মুহূর্ত এবং ভীষণই আনন্দের মুহূর্ত। ওঁকে নির্বাচন করার জন্য মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাই।"
তবে ওম বিড়লা বেশ সতর্কই ছিলেন। জেপি নাড্ডার বাড়ি থেকে বেরনোর সময় এএনআইকে তিনি বলেন, "আমার কাছে কোনও তথ্য নেই, আমি শুধু একজন কর্মী হিসেবে কার্যকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।" গতকাল রাতে বিজেপির কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত হন জে পি নাড্ডা।
লোকসভায় স্পিকারের পদের জন্য এনডিএর প্রার্থী হবেন বিজেপির সংসদ সদস্য ওম বিড়লা, এমনটাই সূত্রের খবর। রাজস্থানের কোটার দুইবারের সাংসদ ওম দলের প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেশ ঘনিষ্ঠ।