সোমবার শুরু হয়েছে সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন।
নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) সেন্ট্রাল হলে (Central Hall) সংসদের দুই কক্ষের যুগ্ম অধিবেশনে (Joint Session) সম্ভাষণ শুরু করলেন। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2019) বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণের প্রশংসা করলেন তিনি। জানালেন, ‘‘প্রবল গরমের দাপট সত্ত্বেও মানুষ বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন। মহিলারাও বিপুল সংখ্যায় পোলিং বুথে গিয়েছেন।'' সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন সোমবার শুরু হয়েছে। নবনির্বাচিত সাংসদরা শপথগ্রহণ করেছেন ও স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির বক্তৃতার পরে রাজ্যসভার কার্যধারা শুরু করবে। ২৬ জুলাই পর্যন্ত সংসদের এই অধিবেশন চলবে। অর্থনৈতিক সমীক্ষা সংসদে পেশ করা হবে ৪ জুলাই। পরের দিন ৫ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে।
দিনের পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের সমস্ত সদস্যদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করেছেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই নৈশভোজ হবে দিল্লির অশোকা হোটেলে।
গত মাসে নতুন সরকার আসার পরে এই প্রথম প্রধানমন্ত্রী সমস্ত সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রইল সংসদ থেকে সমস্ত লাইভ আপডেট:
নির্বাচনের পরে সংসদে তাঁর প্রথম ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান ''বিশ্বের বৃহত্তম নির্বাচনকে সাফল্টের সঙ্গে সম্পন্ন করার জন্য।''
''সাংসদদের অবশ্যই মনে রাখতে হবে কোটি কোটি মানুষ প্রতিকূল আবহাওয়ার ভিতরে ভোট দিয়েছেন। তাঁদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে। আমি আশা করব এই কক্ষ একসঙ্গে সেই নিয়েই কাজ করবে।''
সন্ত্রাসের প্রসঙ্গে ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্ব। রাষ্ট্রসঙ্ঘর মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা তারই প্রমাণ।: রাষ্ট্রপতি কোবিন্দ
''বেআইনি অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জ্নক। নাগরিকদের জাতীয় নাগরিক পঞ্জী নির্মাণের কাজ চলছে। এবং সীমান্তে নিরাপত্তাও জোরদার করা হচ্ছে।'': রাষ্ট্রপতি কোবিন্দ
''আমার সরকার দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স'কে কার্যকর করবে।'': রাষ্ট্রপতি কোবিন্দ
''সরকারি পরিবহনের উন্নতি ঘটানো ও সিমলেস মোবিলিটির দিকে ফোকাস করেছে সরকার। আমার সরকার কাজ করছে 'এক দেশ, এক পরিবহন কার্ড' সুবিধাটির লক্ষ্যে।'': রাষ্ট্রপতি কোবিন্দ
''আমার সরকার ২০২৪ সালের মধ্যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আসন পঞ্চাশ শতাংশ বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছে। ২ কোটি নতুন আসন তৈরি করা হবে।'' সংসদের যুগ্ম অধিবেশনে আজ জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানালেন, ''তিন তালাক ও 'নিকাহ হালালা'র মতো বিষয়কে নিষিদ্ধ করা দরকার মহিলাদের সমানাধিকার দেওয়ার জন্য।'' জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
''কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী 'খেলো ইন্ডিয়া প্রোগ্রাম' থেকে তরুণ খেলোয়াড়দের চিহ্নিত করা হবে জেলা স্তর থেকে।'': রাষ্ট্রপতি কোবিন্দ
''দেশের প্রতিটি বাড়িতে ও প্রত্যেক নাগরিকের কাছে ব্যাঙ্কিং পরিষেবাকে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। এ ব্যাপারে ভারতী ডাক বিভাগের পোস্টাল পেমেন্ট ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।'' জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
কৃষক ও জওয়ানদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর যোজনা আনা হয়েছে। দেশের 'উচ্চাকাঙ্ক্ষী জেলা'র জন্য বিপুল কাজ করা হচ্ছে।' জানালেন রাষ্ট্রপতি।
''নির্বাচনে উঠে আসা জনাদেশ থেকে পরিষ্কার দেশের মানুষ নিরঙ্কুশ ও দ্রুত উন্নয়ন চান। তাঁরা কামনা করছেন দেশ দ্রুতগতিতে এগিয়ে চলুক। ২০১৯ নির্বাচনের ফল থেকে ২০১৪-র থেকেও অধিক একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে একটি দল।
এর থেকে পরিষ্কার, আজকের সরকার একটি মজবুত ও স্থায়ী সরকার হবে।
ভারতের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন এমনকী মৌলিক সুবিধাগুলি অন্তত তাঁদের কাছে যাতে পৌঁছয়। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার সরকার সেটা করতে পেরেছে। দারিদ্রের কবল থেকে মানুষকে তুলে আনা ও তাকে সমস্ত মৌলিক প্রয়োজনগুলি মেটাতে সাহায্য করা যাতে সে সম্মানের সঙ্গে বাঁচতে পারে। গ্রাম্য ও শহুরে ভারত, দু'টিরই উন্নয়ন হয়েছে।
আমার সরকার দেশকে সমস্ত অভ্যন্তরীণ ও বাহ্যিক বিপদের হাত থেকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ।
২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছর হবে। এবং আমার সরকার দ্রুত গতিতে একটা নতুন ভারত নির্মাণের কাজ শুরু করে দিয়েছে।
জল সংরক্ষণ, কৃষক ও সেনার পরিবারকে সাহায্য করা আমার সরকারের কাছে অগ্রাধিকার পাবে। জল শক্তি মন্ত্রক আমাদের অগ্রাধিকারের প্রতীক।''
রাষ্ট্রপতি জানাচ্ছেন, ''নির্বাচিত সাংসদদের অর্ধেকের বেশিই নতুন। ৬১ কোটির বেশি মানুষ ভোট দিয়েছেন এবং নতুন একটি রেকর্ড তৈরি করেছেন। 'সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস'-এর ভারতের মানুষ পরিষ্কার জনাদেশ দিয়েছেন।''
রাষ্ট্রপতি আরও জানিয়েছেন, ''নির্বাচনে উঠে আসা জনাদেশ থেকে পরিষ্কার দেশের মানুষ নিরঙ্কুশ ও দ্রুত উন্নয়ন চান। তাঁরা কামনা করছেন দেশ দ্রুতগতিতে এগিয়ে চলুক। ২০১৯ নির্বাচনের ফল থেকে ২০১৪-র থেকেও অধিক একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে একটি দল।
এর থেকে পরিষ্কার, আজকের সরকার একটি মজবুত ও স্থায়ী সরকার হবে।''
রাষ্ট্রপতি বলেন, ''আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি নির্বাচন শান্তিপূর্ণ ও সফল ভাবে সম্পন্ন হয়েছে। রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। এবং আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, মহিলাদের গুরুত্বপূর্ণ উত্থান হয়েছে। ভোটার কিংবা জয়ী প্রার্থী- দুই দিক দিয়েই এটা লক্ষ করা যাচ্ছে।
২০১৯ লোকসভা নির্বাচনে যত সংখ্যক মহিলারা ভোট দিয়েছেন, তা প্রায় পুরুষদের সমান। এমনকী, কোনও কোনও অঞ্চলে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের থেকে বেশি ছিল।''
লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণের প্রশংসা করলেন রাষ্ট্রপতি। জানালেন, ''প্রবল গরমের দাপট সত্ত্বেও মানুষ বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন। মহিলারাও বিপুল সংখ্যায় পোলিং বুথে গিয়েছেন।''