Read in English
This Article is From Dec 11, 2019

Parliament Live Updates:ভারতকে দু'টি ডায়নোসর দিয়ে জুরাসিক রিপাবলিকে পরিণত করবেন না।: কপিল সিবাল

এই বিলে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

বুধবার রাজ্যসভায় পেশ হবে নাগরিকত্ব (সংশোধনী) বিল।

প্রতিবাদ, বিক্ষোভের মাঝেই নাগরিকত্ব (সংশোধনী) বিল (CAB) বুধবার পেশ হতে চলেছে রাজ্যসভায় (Rajya Sabha)। গত সোমবার লোকসভায় বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও পাস হয় এই বিল। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠ। তাই ৩১১-৮০ ভোটে বিলটি পাস হয়ে গিয়েছিল। কিন্তু রাজ্যসভায় তাদের আসনসংখ্যা অত বেশি নয়। বর্তমানে রাজ্যসভার আসন সংখ্যা ২৪০। সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক হল ১২১। এনডিএ, যার মধ্যে এআইডিএমকে, জেডিইউ ও অকালি দলও রয়েছে, তাদের সদস্য ১১৬। অন্য দিক থেকে ১৪টি আরও সমর্থন নিয়ে তারা ১৩০ হতে পারে।

এদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিলকে কেন্দ্র করে হিংসাত্মক প্রতিবাদ শুরু হয়েছে।

এই বিলে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

ওই বিতর্কিত বিলে মুসলিম অধ্যুষিত আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সংখ্যা‌লঘু যাঁরা ধর্মীয় নিপীড়নের শিকার, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।   

রইল সংসদের শীতকালীন অধিবেশনের লাইভ আপডেট

Dec 11, 2019 16:45 (IST)
''যাঁদের ভারত সম্পর্কে কোনও ধারণা নেই''... নাগরিকত্ব বিল প্রসঙ্গে কপিল সিবাল
  
রাজ্যসভায় কপিল সিবাল বলেন, ''আমরা জানি আপনাদের লক্ষ্য এবং আপনাদের আকাঙ্ক্ষা কী। প্রথমে ঘর ওয়াপসি, তারপর তিন তালাক, তারপরে ৩৭০ ধারা, তারপর এনআরসি, তারপর সিএবি, তারপর দেশজুড়ে এনআরসি... আমরা দেখতে পাচ্ছি। আপনাদের কোনও আইডিয়া নেই আপনারা কী করছেন। এই বিলের মাধ্যমে আপনারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যেখানে ১৮০-২০০ মিলিয়ন মানুষ আপনাদের বিশ্বাস করতে পারছে না। যাঁদের ভারত সম্পর্কে কোনও ধারণা নেই, তাঁরা ভারতের ধারণাকে বুঝতে পারবেন না। ভারতকে দু'টি ডায়নোসর দিয়ে জুরাসিক রিপাবলিকে পরিণত করবেন না। ''
Dec 11, 2019 16:35 (IST)
ভারতকে দু'টি ডায়নোসর দিয়ে জুরাসিক রিপাবলিকে পরিণত করবেন না।: কপিল সিবাল

কপিল সিবাল রাজ্যসভায় বলেন, ''আমি জানি না স্বরাষ্ট্রমন্ত্রী কোন ইতিহাস বই পড়ে সেখান থেকে বিবৃতি দিচ্ছেন। তিনি বলেচেন কংগ্রেস দেশভাগের জন্য দায়ী। কিন্তু কংগ্রেস দুই দেশ তত্ত্বের বিরোধিতা করেছিল। ভিডি সাভারকার এটাকে সমর্থন করেছিলেন। আম্বেদকর বলেছিলেন, জিন্না ও সাভারকার একে অপরের বিরোধিতা করার বদলে ভারতকে দু'টি দেশে পরিণত করার ইস্যুতে একমত হয়েছিলেন। ফলে আমি আবেদন জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেসের প্রতি করা অভিযোগ প্রত্যাহার করে নিতে। এই বিল আজ পাস হলে জিন্না যা চেয়েছিলেন সেটাই হবে।''
Dec 11, 2019 16:06 (IST)
ভারতকে জুরাসিক রিপাবলিকে পরিণত করবেন না যেখানে দু'টি ডায়নোসর থাকে: কপিল সিবাল
Dec 11, 2019 15:59 (IST)
রাজ্যসভায় নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরোধিতা করল পিডিপি

পিডিপির সাংসদ মির এম ফৈয়াজ রাজ্যসভায় জানালেন, ''আমি এই বিলের বিরোধিতা করছি। এই সরকার ক্ষমতায় আসার পরে যেভাবে তিন তালাকের বিল আনছে বা সংবিধানের ৩৭০ ধারা বাতিল করছে তাতে মুসলিমদের আক্রমণ করা হয়েছে। এই সরকার যেদিন থেকে তৈরি হয়েছে মুসলমানদের পিছনে পড়ে রয়েছে।''
Dec 11, 2019 15:52 (IST)
রাজ্যসভায় নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে বক্তব্য রাখলেন সঞ্জয় রাউত

আমরা আমাদের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আশাবাদী। বিল পাস হলে আপনারা অনুপ্রবেশকারীদের ছুঁড়ে ফেলে দেবেন? যদি আমরা শরণার্থীদ এর গ্রহণ করি, তা নিয়ে কোনও রাজনীতি কাম্য নয়। শরণার্থীদের কি ভোটাধিকার দেওয়া হবে?''
Advertisement
Dec 11, 2019 15:49 (IST)
''আমরা কি দেশের নাগরিক নই?'': প্রশ্ন শিবসেনার

সঞ্জয় রাউত রাজ্যসভায় বললেন, ''আমাদের বুঝতে হবে শরণার্থী ও অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য কোথায়। আমাদের কোনও সার্টিফিকেট দরকার নেই আমাদের জাতীয়তা অথবা হিন্দুত্বর। আপনারা যে স্কুলে পড়েন, আমরা সেই স্কুলের হেডমাস্টার। আমাদের স্কুলের হেডমাস্টার ছিলেন বালাসাহেব ঠাকরে। অটলজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও ছিলেন। আমরা সবাইকে মানি।''
Dec 11, 2019 15:42 (IST)
''আমাদের বুঝতে হবে শরণার্থী ও অনুপ্রবেশকারীর পার্থক্য কোথায়'': রাজ্যসভায় শিবসেনা নেতা সঞ্জয় রাউত
Dec 11, 2019 15:40 (IST)
নাগরিকত্ব (সংশোধনী) বিল: রাজ্যসভায় বক্তব্য রাখলেন à¦¶à¦¿à¦¬à¦¸à§‡à¦¨à¦¾à¦° সঞ্জয় রাউত 

''আমরা কি দেশের নাগরিক নই?'' প্রশ্ন করলেন সঞ্জয় রাউত।
Dec 11, 2019 15:38 (IST)
''কেন কেবল ধর্মীয় নিপীড়ন?'' রাজ্যসভায় প্রশ্ন করলেন পি চিদাম্বরম।
Dec 11, 2019 15:37 (IST)
''আপনারা মনে করেন এটা এখানেই থামবে?'': রাজ্যসভায় পি চিদাম্বরম

রাজ্যসভায় পি চিদাম্বরম বললেন, ''আপনারা কি মনে করেন এটা থেমে যাবে এখানেই? এরপর এটা বিচারকদের কাছে যাবে। বিচারপতি ও আইনজীবীরা নির্বাচিত নন। কিন্তু তাঁরাই চূড়ান্চ সিদ্ধান্ত নেবেন। এটা সাংসদদের মুখে একটা চড় হতে চলেছে। কেননা আমি নিশ্চয়ই ওঁরা এই বিলকে প্রত্যখান করবেন না।''

Dec 11, 2019 15:32 (IST)
রাজ্যসভায় নাগরিকত্ব বিল নিয়ে বক্তব্য রাখার কথা মোট ৪৮ জনের। এখনও পর্যন্ত এই বিল নিয়ে বক্তব্য রেখেছেন ৮ জন। 
Dec 11, 2019 15:30 (IST)
শিবসেনা নাগরিকত্ব বিলের বিরোধিতা করবে: সূত্র

রাজ্যসভায় নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরোধিতা করবে শিবসেনা। সূত্রানুসারে তেমনই জানা যাচ্ছে। সোমবার লোকসভায় এই বিলকে সমর্থন করলেও রাজ্যসভায় বিলের বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে তারা। 

Dec 11, 2019 13:55 (IST)
নাগরিকত্ব (সংশোধনী) বিল: রাজ্যসভায় ডেরেক ও'ব্রায়েনের বক্তব্যের সারসংক্ষেপ

দয়া করে বাংলায় আসবেন না ও শেখাবেন না ভারতীয়ত্ব কী।

ভারত গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে। অনুমতি দিন আমাকে এবিষয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরার জন্য। 

জার্মানির অ্যাডলফ হিটলার, সে বলত জার্মান রক্তের কথা। ভারতে আমরা পাচ্ছি জাতীয়তাবাদের ধারণা।

জার্মানিতে ছিল কনসেনট্রেশন ক্যাম্প। আমরাও ক্যাম্প বানাচ্ছি, যেখানে মানুষ বন্দির মতো বাঁচবে। 

জার্মানিতে ছিল ইহুদি নিপীড়ন। ভারতে আমরা দেশব্যাপী এনআরসি পেতে চলেছি।

জার্মানিতে প্রোপাগন্ডা ছিল। আর ভারতে সংবাদমাধ্যমকে কাজ করতে হচ্ছে ভয়ের মধ্যে। প্রচার করতে হচ্ছে সরকারি অ্যাজেন্ডা। 

সরকার কাজ করছে তিনটি বিষয়ে- ঝুট, ঝানসা ও জুমলা। 
Dec 11, 2019 13:41 (IST)
''আমরা গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছি'': ডেরেক ও'ব্রায়েন
Dec 11, 2019 13:40 (IST)
নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানালেন, তিনি নোটবন্দির পরে দেশ চালাতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ''সংবাদমাধ্যমকে চাপ দেওয়া হচ্ছে প্রপাগন্ডা ছড়াতে। এই সরকার কেবলই কথার খেলাপ করেছে।''''দেশের মানুষের খেয়াল রাখতেই আমরা অপারগ। কী করে আমরা বাইরে থেকে যারা আসবে তাদের খেয়াল রাখব'': রাজ্যসভায় ডেরেক ও'ব্রায়েন
Dec 11, 2019 13:37 (IST)
''দেশের মানুষের খেয়াল রাখতেই আমরা অপারগ। কী করে বাইরে থেকে যারা আসবে তাদের খেয়াল রাখব'': রাজ্যসভায় ডেরেক ও'ব্রায়েন
Dec 11, 2019 13:34 (IST)
''ভয়ানক মিল'': নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে ডেরেক ও'ব্রায়েন

বুধবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানালেন, নাগরিকত্ব (সংশোধনী) বিলের সঙ্গে ''ভয়ানক মিল'' রয়েছে জার্মানির কিছু আইনের। তিনি বলেন, বলা হয়্ছে ''ভারত খতরে মে হ্যায়।'' অর্থাৎ ভারত বিপদগ্রস্ত। তাঁর মতে, এই মিথ্যে প্রচার দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক এমনটাই কয়েক দশক আগে জার্মানিতে হয়েছিল।
Dec 11, 2019 13:30 (IST)
তৃণমূ‌ল সাংসদ ডেরেক ও'ব্রায়েন নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে বাংলায় বক্তব্য রাখছেন।
Dec 11, 2019 13:29 (IST)
অমিত শাহ নাগরিকত্ব (সংশোধনী) বিলের স্থপতি , জানালেন বিজেপির জেপি নাড্ডা
Dec 11, 2019 13:27 (IST)
রাজ্যসভায় নাগরিকত্ব বিল নিয়ে বিতর্কের সম্প্রচার বন্ধ রাখা হল। বিরোধী সদস্যরা অমিত শাহকে নিগ্রহ করার পরে এই সিদ্ধান্ত স্পিকারের।



Advertisement