১৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের Winter session
নয়া দিল্লি: ১৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন, লোকসভা ও রাজ্যসভা, দুই কক্ষের সচিবকেই জানাল কেন্দ্রীয় সরকার। এই শীতকালীন অধিবেশন (Winter session) চলাকালীন বেশ কয়েকটি বিল গৃহীত হতে পারে। এই অধিবেশনে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স বা অধ্যাদেশ আইনে রূপান্তরিত হওয়ার অপেক্ষায় রয়েছে । এর আগে অগাস্টে সংসদের বাদল অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে সরকারের পদক্ষেপ করার জন্য অধিবেশনের মেয়াদ বাড়ানো হয় । তারপর এটিই (Winter session of parliament) সংসদের পরবর্তী অধিবেশন হতে চলেছে ।
সংসদভবন, মন্ত্রকের দফতরগুলি ঢেলে সাজানোর পরিকল্পনা
একটি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ হ'ল নতুন ও গার্হস্থ্য উৎপাদনকারী সংস্থাগুলির কর্পোরেট করের হার হ্রাস সংক্রান্ত অর্ডিন্যান্স, যা অর্থনীতিতে মন্দা দূর করতে এবং প্রবৃদ্ধি বাড়াতে আনা হয়েছে । আয়কর আইন, ১৯৬১ এবং অর্থনৈতিক আইন, ২০১৯ এর সংশোধনীগুলি সমর্থন করার জন্য সেপ্টেম্বরে এই অধ্যাদেশ জারি করা হয়েছিল।
২০২২ সালের মধ্যে আধুনিক, হাই-টেক সংসদ চান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা
দ্বিতীয় অর্ডিন্যান্স বা অধ্যাদেশটি, সেপ্টেম্বরে জারি করা হয়েছে, এটি দেশে ই-সিগারেট এবং অনুরূপ পণ্য বিক্রয়, উত্পাদন ও সঞ্চয় নিষিদ্ধ করতেই আনা হয়েছে।
গত দুই বছরে সংসদের শীতকালীন অধিবেশন (Winter session) ২১ নভেম্বর শুরু হয় এবং জানুয়ারির প্রথম সপ্তাহে সেটি শেষ হয়েছিল।