Read in English
This Article is From Jan 06, 2019

রেলের নতুন পরিকল্পনা, ট্রেন ছাড়ার ১৫-২০ মিনিট আগেই হাজিরা দিতে হবে স্টেশনে

যেভাবে বিমানবন্দরের নিয়ম, সেভাবেই নতুন নিয়ম রেলস্টেশনগুলিতে আনতে চলেছে ভারতীয় রেল। নিরাপত্তার খাতিরে কোনও ট্রেন ছাড়ার ১৫-২০ মিনিট আগেই এবার স্টেশনে উপস্থিত হয়ে যেতে হবে যাত্রীদের।

Advertisement
অল ইন্ডিয়া

কর্নাটকের হুবলি স্টেশনেও শুরু হয়েছে এই কাজ

নিউ দিল্লি:

ঠিক যেভাবে বিমানবন্দরের নিয়ম, সেভাবেই নতুন নিয়ম রেলস্টেশনগুলিতে আনতে চলেছে ভারতীয় রেল। নিরাপত্তার খাতিরে কোনও ট্রেন ছাড়ার ১৫-২০ মিনিট আগেই এবার স্টেশনে উপস্থিত হয়ে যেতে হবে যাত্রীদের। অত্যন্ত উচ্চপ্রযুক্তি সম্পন্ন নিরাপত্তার পরিকল্পনা ইতিমধ্যেই কুম্ভমেলা উপলক্ষে প্রয়োগ করা হয়েছে প্রয়াগরাজ স্টেশনে। এছাড়া, কর্নাটকের হুবলি স্টেশনেও শুরু হয়েছে এই কাজ। আরও কয়েকদিনের মধ্যে দেশের মোট ২০২'টি স্টেশনকে এই পরিকল্পনার আওতায় আনা হবে। জানান রেলওয়ে নিরাপত্তা কমিটির ডিরেক্টর জেনারেল অরুণ কুমার। 

"রেলস্টেশনগুলির নিরাপত্তা আঁটোসাটো করার জন্যই এই ব্যবস্থা। প্রাথমিকভাবে কয়েকদিন আমরা এটাকে পরীক্ষামূলক স্তরে রেখে পরিস্থিতির পর্যালোচনা করে দেখতে চাই। এছাড়া, বহু এলাকা বড় পাঁচিল তুলে পাকাপাকি আটকে দেওয়া হবে। বসবে কোলাপসিবল গেট। থাকবেন আরপিএফের জওয়ানরা", বলেন তিনি।

Advertisement