Patanjali ডেয়ারি পণ্যের দাম জেনে নিন
নিউ দিল্লি: সাবান থেকে শুরু করে প্রসাধনী, ওষুধ ও মশলাপাতির পর এবার দুগ্ধজাত প্রোডাক্ট বাজারে আনল পতঞ্জলি (Patanjali)। খুচরো বাজারে সফল হওয়ার পর, ইতিমধ্যেই বাজারে থাকা অন্য দুগ্ধ ও দুগ্ধজাত জিনিসের কোম্পানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বাবা রামদেবের এই কোম্পানি। দিল্লির তালকটোরা স্টেডিয়ামে পাঁচটি নতুন পতঞ্জলির পণ্য চালু করেছেন রামদেব। পতঞ্জলি গরুর দুধ (Patanjali Cow milk), পতঞ্জলি ছাঁচ (Patanjali Chanch), পতঞ্জলি পনীর (Patanjali Paneer), পতঞ্জলি দিব্য জল (Patanjali Dibya Jal), পতঞ্জলি ফ্রোজেন (Patanjali Frozen)। পতঞ্জলির গরুর দুধের এক লিটারের দাম 40 টাকা, যা বাজার চলতি দামের চেয়ে 2 টাকা কম। আসুন জেনে নেওয়া যাক পতঞ্জলির দুধ ও দুগ্ধজাত পণ্যের দামের তালিকা।
পতঞ্জলি ডেয়ারি পণ্যের দাম:
রাজস্থানে এক লিটার গরুর দুধ 38 টাকা
পতঞ্জলির গরুর দুধের দাম বেশ সস্তা। রাজস্থানে এক লিটার গরুর দুধ মিলবে 38 টাকায়। দিল্লি-এনসিআর সহ অন্যান্য শহরে এক কেজির দাম 40 টাকা। আধা লিটার 20 টাকা এবং 200 মিলি 10 টাকা।
1 কেজি দইয়ের দাম 50 টাকা
পতঞ্জলির গরুর দুধের দইয়ের এক কেজির দাম 50 টাকা। 400 গ্রামের পাউচের দাম পঁচিশ টাকা, 200 গ্রামের পাউচের দাম পনেরো টাকা। 400 গ্রামের কাপের দাম 40 টাকা। 200 গ্রাম কাপ 20 টাকা। 10 টাকায় মিলবে 85 গ্রামের কাপ। পতঞ্জলি ছাঁচের 500 মিলির দাম 10 টাকা এবং মশলা ছাঁচের দাম 200 মিলি 5 টাকা এবং 400 মিলি 10 টাকা।
গরুর দুধের তৈরি পনীরের দাম
গরুর দুধ থেকে তৈরি 1 কেজি পনীরের দাম হবে 280 টাকা। দু’শো গ্রাম পনীর নিতে হলে দিতে হবে 65 টাকা।