This Article is From Oct 23, 2018

20 কোটির জন্য ব্ল্যাকমেলের শিকার পেটিএম প্রধান, গ্রেফতার সহকারী

গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে পেটিএম কর্তা বিজয় শেখর শর্মাকে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার তাঁর সহকারী।

সহকারী থাকায় সোনিয়া একাধিক তথ্য ‘ চুরি’ করতে পেরেছেন বলে পুলিশ মনে করছে।

হাইলাইটস

  • পেটিএম প্রধানকে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার তিন জন
  • ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়
  • দশ বছর ধরে পেটিএমে চাকরি করেছেন সোনিয়া ধাওয়ান
নিউ দিল্লি:

গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে পেটিএম কর্তা বিজয় শেখর শর্মাকে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার তাঁর সহকারী। সোনিয়া ধাওয়ান নামে ওই সহকারীকে সোমবার নয়ডার অফিস থেকে  গ্রেফতার করা হয়। এক টানা দশ বছর সংস্থায় কাজ করে আসা  সোনিয়া 20  কোটি টাকা হাতানোর জন্যই ছক কষেছিলেন বলে মনে করছে পুলিশ। আর তাঁকে এই কাজে সাহায্য করতেন সংস্থার আরেক কর্মী দেবেন্দর কুমার এবং স্বামী রুপক জৈন। সোনিয়া  ধাওয়ানের টুইটার অ্যাকাউন্ট থেকে  জানা গিয়েছে ধীরে  ধীরে সংস্থার কমিউনিকেশন  বিভাগের প্রধান হয়ে  উঠেছিলেন তিনি। আর এই সাফল্য যে শুধু কঠোর পরিশ্রম থেকে এসেছে সেটাও জানান দিচ্ছে  টুইটার প্রোফাইল।              

দীর্ঘ দিন  সহকারী থাকার  সুবাদে সহজেই সোনিয়া একাধিক তথ্য ‘চুরি' করতে পেরেছেন বলে পুলিশ মনে করছে। বিজয়ের মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ থেকেই তথ্য  হাতানো হয়েছে। আর সেগুলিকে কাজে লাগিয়েই ব্ল্যাকমেলের চেষ্টা হয়েছে। পুলিশ জানিয়েছে টাকা চেয়ে সেপ্টেম্বরের 20 তারিখ বিজয়ের ভাই অজয়কে ফোন করে রোহিত চোমাল নামে এক ব্যক্তি। সূত্রের খবর ব্যক্তিগত তথ্য ফাঁস করে  সামাজিক সম্মান নষ্টের ভয় দেখান কলকাতার বাসিন্দা রোহিত। এরপরই পুলিশে দ্বারস্থ হন বিজয়। লিখিত অভিযোগে তিনি দাবি করেন তাঁর সংস্থার এক মহিলা কর্মী নিজের সঙ্গীদের সাহায্যে  তথ্য হাতিয়েছেন। এরপরই গ্রেফতার হন  সোনিয়া।          

 

.