মুম্বইয়ের পথে ঘুরে বেড়াচ্ছে জাতীয় পাখি ময়ূর।
হাইলাইটস
- মুম্বইয়ের পথে দেখা মিলল ময়ূরের
- ছবি শেয়ার করলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা
- ২১ দিনে লকডাউনের দশম দিন শুক্রবার
মুম্বই: করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে দেশজুড়ে সম্পূর্ণ লকডাউনের (India Lockdown) ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ দিনে লকডাউনের দশম দিন শুক্রবার। স্তব্ধ পথঘাট। বন্ধ দোকানপাট। অফিস, শপিং মলে তালা। স্বাভাবিক ভাবেই নিস্তব্ধ লোকালয়ে পাখির ডাক যেন বেশি করে শোনা যাচ্ছে। এমন ভিডিও-ও পাওয়া গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে বন্য পশু নেমে পড়েছে রাস্তায়! আর এবার দেখা মিলল ময়ূরের। হ্যাঁ, আমাদের জাতীয় পাখি ময়ূরের দেখা মিলেছে মুম্বইয়ের পথে। আর সেই ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। ময়ূরদের এই ভাবে দল বেঁধে রাস্তায় ঘুরে বেড়ানো নিয়ে সরগরম ইন্টারনেট।
করোনা সংক্রান্ত ভুয়ো খবর ছড়িয়ে দিতে ব্যবহার করা হচ্ছে টিকটক, হোয়াটসঅ্যাপ!
বহু মানুষ বিচিত্র সব কমেন্টও করেছেন পোস্টের তলায়:
যাই হোক, লকডাউনের এই সময়ে এটা নতুন করে অনুভব করা যাচ্ছে, আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছে দৈনন্দিন ইঁদুরদৌড়ে। উন্নয়নের পথে চলতে গিয়ে যাদের উপেক্ষা করেছি, সেই সব প্রাণী ও পাখিদেরও অধিকার রয়েছে বেঁচে থাকার। ঠিক আমাদের মানুষদের মতোই।