রাজ্য সরকার নেতাজি সম্পর্কিত 64টি ফাইল প্রকাশ্যে এনেছে।
কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তিম পরিণতি কী হয়েছিল তা জানতে চায় দেশের মানুষ। এমনটাই মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তিন বছর এদিন নেতাজি সংক্রান্ত বেশ কিছু ফাইল প্রকাশ্যে আনে রাজ্য সরকার। কলকাতা পুলিশ মিউজিয়ামে রাখা রয়েছে সেই সমস্ত ফাইল। সেকথা স্মরণ ইউরোপ সফরে যাওয়া মুখ্যমন্ত্রী বলেন, 2015 সালের এই দিনটায় এই দিনটায় আমরা ফাইল প্রকাশ্যে এনেছিলাম। কিন্তু তাঁর অন্তিম পরিণতি কী হয়েছিল তা দেশের মানুষের জানা উচিত।
রাজ্য সরকার নেতাজি সম্পর্কিত 64টি ফাইল প্রকাশ্যে এনেছে। যদিও অধ্যাপক অনুজ ধর আগেই বলেছেন মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আরও বেশ কিছু ফাইল আছে। সেগুলিকে প্রকাশ্যে আনা হয়নি। এদিকে বসু পরিবারের একাংশ এবং গবেষকদের কেউ কেউ মনে করেন তাইপেইয়ের বিমান দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছে নেতাজি। আবার একথা মানেন না এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। কয়েক বছর আগে জানা যায় স্বাধীনতার পরে বেশ কিছু দিন নাকি বসু পরিবারের উপর নজরদারি চালানো হত। তারপর আরও কিছু ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে তৃণমূল সরকার সিদ্ধান্ত নেয় নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রজাশ্যে আনা হবে।