চিদাম্বরম বলেন, সোমবার দিল্লিতে যেভাবে হিংসা ছড়িয়েছে এবং প্রাণহানি ঘটেছে তা তীব্র নিন্দার যোগ্য।
হাইলাইটস
- সিএএ-কে স্থগিত করা উচিত বলে জানান পি চিদাম্বরম
- ‘‘এখনও খুব বেশি দেরি হয়নি’, জানাচ্ছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা’
- তিনি বলেন, কংগ্রেস আগেই জানিয়েছিল এই আইন গভীর ভাবে বৈষম্যমূলক
নয়াদিল্লি: উত্তর-পূর্ব দিল্লির হিংসা প্রসঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P Chidambaram) দায়ী করলেন সাধারণ মানুষকে। তিনি অভিযোগ করলেন, ‘অসংবেদনশীল ও স্বল্প দৃষ্টিশক্তির' নেতাদের নির্বাচিত করারই মূল্য চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে। তিনি বলেন, সরকারের উচিত সুপ্রিম কোর্টের রায় না জানা পর্যন্ত সিএএ-কে (CAA) স্থগিত রেখে সিএএ-বিরোধী মানুষদের কণ্ঠস্বর শোনা। সোমবার উত্তর-পূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে তৈরি হওয়া হিংসার ঘটনায় এক হেড কনস্টেবল সহ সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন আধা সেনা ও পুলিশকর্মী।
বিক্ষুব্ধরা বহু বাড়ি, দোকান, গাড়ি ও পেট্রল পাম্পে আগুন ধরিয়ে দেয়।
দিল্লিতে সংঘর্ষে মৃত বেড়ে ১০, সেনা নামাবে না সরকার, জানাল সূত্র
চিদাম্বরম বলেন, সোমবার দিল্লিতে যেভাবে হিংসা ছড়িয়েছে এবং প্রাণহানি ঘটেছে তা তীব্র নিন্দার যোগ্য। তিনি বলেন, ‘‘অসংবেদনশীল ও স্বল্প দৃষ্টিশক্তির নেতাদের নির্বাচিত করারই মূল্য চোকাতে হচ্ছে মানুষকে।''
তিনি আরও বলেন, ‘‘১৯৫৫ সাল থেকে ভারত নাগরিকত্ব আইনের সংশোধনী ছাড়াই থেকেছে। কেন এই আইনের সংশোধনী প্রয়োজন পড়ল? এই সংশোধনীকে অবিলম্বে পরিত্যাগ করা উচিত।''
তিনি টুইট করে জানান, ‘‘এমনকী এখনও খুব বেশি দেরি হয়নি। সরকারের উচিত সিএএ-বিরোধীদের কথা শোনা ও সিএএ-কে স্থগিত রাখা যতক্ষণ না সুপ্রিম কোর্ট এই নিয়ে রায় দেয়।''
কংগ্রেস নেতা আরও বলেন, তাঁর দল আগেই হুঁশিয়ারি দিয়েছিল সিএএ ‘তীব্র ভাবে বৈষম্যমূলক'। একে বাতিল করতে হবে। কিন্তু তাঁর মতে, ‘‘আমাদের হুঁশিয়ারি ব্যর্থ হয়েছিল বধির কানে।''