Read in English
This Article is From Jan 21, 2019

'অতিথি দেব ভব', বিরোধী নেতাদের খাবার পরিবেশন করে চমক মমতার

বিজেপি বিরোধী সমাবেশের পর বিরোধী দলের নেতাদের খাবার পরিবেশন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
অল ইন্ডিয়া

পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলকে খাবার পরিবেশন করতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে

Highlights

  • ছবিতে দেখা আরজেডি-র নেতা তেজস্বীকে খাবার দিচ্ছেন মুখ্যমন্ত্রী
  • আরেকটি ছবিতে দেখা গিয়েছে হার্দিক প্যাটেলকে খাবার দিচ্ছেন তৃণমূল সুপ্রিম
  • লোকসভা নির্বাচনের সুর বাঁধা হল শুরু শনিবারের ব্রিগেডের মঞ্চ থেকে
নিউ দিল্লি :

বিজেপি বিরোধী সমাবেশের পর বিরোধী দলের নেতাদের খাবার পরিবেশন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি  ভাইরাল হয়েছে  ইতিমধ্যে। ছবিতে দেখা যাচ্ছে  বিহারের আরজেডি-র নেতা তেজস্বী যাদবকে খাবার দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে বসেই  মধ্যাহ্নভোজ সারচ্ছিলেন অন্য  বিরোধী দলের নেতারা। ছিলেন কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ডিএমকে এবং আম আদমি পার্টির নেতারা। তেজস্বীকে খাবার দেওয়ার ছবিটি টুইটারে পোস্ট করেছেন সঞ্জয় যাদব নামে এক ব্যক্তি। তিনি  নিজেকে তেজস্বী যাদবের প্রাক্তন  রাজনৈতিক পরামর্শদাতা বলে  দাবি করেছেন।.

 

আরেকটি ছবিতে  দেখা গিয়েছে হার্দিক প্যাটেলকে খাবার দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো।

 ছবিটি টুইটারে পোস্ট হওয়ার পর অনেকেই মুখ্যমন্ত্রীর সারল্য নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে আক্রমণও শানিয়েছেন কেউ কেউ।

সেদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, কংগ্রেসের দুই সদস্য  মল্লিকার্জুন খাড়গে  এবং অভিষেক মনু সিংভির মতো নেতারা।

  .  

 

Advertisement

লোকসভা নির্বাচনের সুর বাঁধা হল শুরু শনিবারের ব্রিগেডের মঞ্চ থেকে। বিরোধী দলের নেতারা বললেন তাঁরা চান ঐক্যবদ্ধ ভাবে লড়ে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে। পাশাপাশি ইভিএমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী নেতারা। পাল্টা তাঁদের নিশানা করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন হার নিশ্চিত জেনে এখন থেকেই ইভিএমের দিকে আঙুল তুলে  রাখছে বিরোধীরা।         

            

Advertisement

 

Advertisement