কলকাতা: পুরুলিয়ার সভাস্থলে পৌঁছে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । কিন্তু সূত্র মারফত খবর সেটি বাতিল করা হয়েছে। এর আগে রবিবার বালুরঘাটে সভা বাতিল করা হয়েছিল। একটা সময় ঠিক হয়েছিল, পুরুলিয়ায় আসার জন্য প্রথমে হেলিকপ্টারে বোকারো আসবেন যোগী। সেখান থেকে গাড়িতে আসবেন পুরুলিয়ার সভাস্থলে। কিন্তু সূত্র মারফৎ বলা হচ্ছে সভার অনুমতি-ই বাতিল করে দিয়েছে প্রশাসন। তবে পুরুলিয়ায় থাকা বিজেপি নেতাদের দাবি ছিল সভা হবে। সেই মতোই সভাস্থলে পৌঁছে গেলেন যোগী।
এর আগে রবিবারও যোগীর চপার নামার অনুমতি দেয় নি রাজ্য প্রশাসন। তা নিয়ে রাজ্য সরকার-বিজেপি চাপান উতোর হয়।পুরুলিয়ায় ইতিমধ্যেই সভাস্থলে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে।
দুপুর ১ টায় সভা হওয়ার কথা থাকলেও, সঠিক নথিপত্র পেশ করতে না পারায় অনুমতি মেলে নি। যদিও কাগজপত্র ঠিকমতো প্রস্তুত করা হচ্ছে এবং সভা হবে বলে আশ্বাস দিয়েছেন বিজেপি নেতারা।
কয়েকদিন আগে রাজ্যে এসে বিজেপি সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। বিজেপি সভাপতি বলেন, "একটা সময় বাঙালিরা সব দিকে নেতৃত্ব দিত। একটা বড় সময় বাম আর মমতার শাসনের পর বাংলার অবস্থান কোথায় ? আগে ১০০ কেজি জিনিস তৈরি হলে ২৭ কিলো বাংলায় হত, এখন ৩ কেজি হয়। আগে ১০০ টি রোজগারের মধ্যে ৩২ বাংলা থেকে হয় এখন ৪টি হয়। বামেদের হারিয়ে পরিবর্তন এসেছে। এখন মানুষ বলছে বামেরা ভাল ছিল। গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে"। রথযাত্রা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, "মমতাদি রথযাত্রাকে ভাবলেন সরকারের অন্তিম যাত্রা। তাই অনুমতি দিলেন না। কোনও ব্যাপার নয় বেশি পরিশ্রম করবো। যাত্রা বন্ধ করে বিজেপিকে থামানো যাবে না"। তোপ দাগেন মোদীও তাঁরও সাফ কথা সভা বাতিল করে বিজেপিকে থামানো যাবে না।