This Article is From Aug 08, 2018

মোদীকে ফোন করেছিলেন মমতা, জেনে নিন কেন?

মেরিনা সমুদ্র সৈকতে করুণানিধির শেষকৃত্যের অনুমতি প্রথমে বাতিল করে দিয়েছিল তামিলনাডুর  এআইএডিএমকে সরকার।

মোদীকে ফোন করেছিলেন মমতা, জেনে নিন কেন?

সরকার অনুমতি খারিজ করার পর মাদ্রাস হাইকোর্টের দ্বারস্থ হয় ডিএমকে।

নিউ দিল্লি:

মেরিনা সমুদ্র সৈকতে কুরণানিধির শেষকৃত্যের অনুমতি প্রথমে বাতিল করে দিয়েছিল তামিলনাডুর এআইএডিএমকে সরকার। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন বলে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের আপত্তির কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনও করেছিলেন তৃণমূলনেত্রী। সংবাদ সংস্থা এএনআইকে তিনি নিজেই এ খবর জানান।

মমতা বলেন, ‘গতকালের ঘটনায় আমার খুব খারাপ লেগেছিল। আর তাই এ ব্যাপারে কথা বলতে আমি নিজে প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম।’ শুধু প্রধানমন্ত্রীকে ফোন করাই নয় তিনি নিজে চেন্নাইও গিয়েছিলেন। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিবারের  সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তৃণমূল সুপ্রিমো। দলের তরফে সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন শেষকৃত্যে উপস্থিত থাকছেন। এদিকে সরকার অনুমতি খারিজ করার পর মাদ্রাস হাইকোর্টের দ্বারস্থ হয় ডিএমকে। সেখান থেক অনুমতি নিয়ে মেরিনা সমুদ্র সৈকতেই হচ্ছে শেষকৃত্য।           

.