This Article is From May 31, 2018

পরপর দু'দিন: হ্রাস পেল পেট্রোল এবং ডিজেলের মূল্য

পেট্রোল ও ডিজেলের দাম কমে গেল। পেট্রোলের দাম কমে গেল 7 পয়সা। ডিজেলের কমল 5 পয়সা

পরপর দু'দিন: হ্রাস পেল পেট্রোল এবং ডিজেলের মূল্য

পেট্রোলের দাম কমে গেল 7 পয়সা। ডিজেলের কমল 5 পয়সা।

হাইলাইটস

  • পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে কমে গেল 7 পয়সা ও 5 পয়সা।
  • দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম 78.35 টাকা এবং ডিজেলের দাম 69.25 টাকা
  • গতকাল পেট্রোল ও ডিজেলের মূল্য 1 পয়সা করে কমেছিল
নিউ দিল্লী: পেট্রোল ও ডিজেলের দাম কমে গেল। পেট্রোলের দাম কমে গেল 7 পয়সা। ডিজেলের কমল 5 পয়সা। এই নিয়ে দ্বিতীয়বার দাম কমে গেল পেট্রোল এবং ডিজেলের। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়াই এই মূল্য হ্রাসের কারণ।
দিল্লিতে এই মুহূর্তে পেট্রোলের দাম প্রতি লিটারে 78.35 টাকা। 78.45 টাকা থেকে যা এখন দাঁড়িয়েছে। তেল সংস্থা কর্তৃক প্রকাশিত মূল্যের বিজ্ঞপ্তির ভিত্তিতে দেখা যাচ্ছে, ডিজেলের দাম প্রতি লিটারে 69.30 টাকা থেকে কমে হয়েছে 69.25 টাকা।


(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.