16 আগাস্ট থেকে পেট্রলের দাম লিটার প্রতি বেড়েছে 2 টাকা।
নিউ দিল্লি:
মুম্বইতে দুটি পণ্যের দামই সবচেয়ে বেশি। পেট্রলিয়াম মন্ত্রী ধর্মন্দ্রে প্রধান জানান বিশ্ববাজারে তেলের দাম বাড়া এবং টাকার দামে পতন হওয়াতেই এমন পরিস্থিতি।
10টি গুরুত্বপূর্ণ তথ্য
দাম বাড়ার কারণ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া এবং ডলাররে তুলনায় টাকার দাম এক ধাক্কায় অনেকটা কমে যাওয়া, দাবি পেট্রলিয়াম মন্ত্রীর।
.
সোমবার দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে 31 পয়সা। আর ডিজেলের দাম বেড়েছে 39 পয়সা। আর কলকাতায় পেট্রলের দাম 82.06 টাকা আর চেন্নাইতে দাম 82.24 টাকা।
28 মে মুম্বইতে পেট্রলের দাম হয় 78.43। এখন সেটা আরও বেড়েছে।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল 7 ডলার করে বেড়েছে।
ডলারের তুলনায় টাকার দাম গত এক মাসে পড়েছে 2.50 টাকা।
ডলারের দাম বাড়ায় সিএনজি থেকে শুরু করে পিএনজির দামও বেড়েছে ।
এ মাসের 16, তারিখ থেকে পেট্রলের দাম লিটার প্রতি 2 টাকা আর ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি 2.42 টাকা।
ডিজেলের দাম বাড়ায় সমুদ্রে যেতে পারছেন না তামিলনাডুর প্রায় 75, হাজার মৎস্যজীবী। তাঁদের দাবি পেট্রপণ্যকে জিএসটির আওতায় আনতে হবে।
বিভিন্ন শহরে দাম আলাদা হওয়ার কারণ ভ্যাটের তারতম্য। মুম্বই, নভি মুম্বই এবং থানেতে ভ্যাটের পরিমাণ 21 শতাংশ। মহারাষ্ট্রের বাকি জায়গায় সেই পরিমাণ 22 শতাংশ। ভ্যাট কম বলে দিল্লিতে দামও কম।
জ্বালানির উপর থাকা কর কমানোর দাবি উঠছে দীর্ঘ দিন ধরে।
Post a comment