This Article is From May 15, 2018

পেট্রোলের দাম 5 বছরের মধ্যে সর্বোচ্চ, রেকর্ড দাম বাড়ল ডিজেলেরও

এই নিয়ে এই মাসে দাম বাড়ল দ্বিতীয়বার।

পেট্রোলের দাম 5 বছরের মধ্যে সর্বোচ্চ, রেকর্ড দাম বাড়ল ডিজেলেরও
পেট্রোল আর ডিজেলের দাম ফের বেড়ে গেল মঙ্গলবার। এই নিয়ে এই মাসে দাম বাড়ল দ্বিতীয়বার। কর্নাটক নির্বাচনের ফলাফল বেরোনোর আগের দিন 14 মে’তে মাত্র 19 দিনের ব্যবধানেই দাম বেড়ে গেল পেট্রোল আর ডিজেলের। কর্নাটকের নির্বাচন হয় গত শনিবার। আজ বেরোবে সেই নির্বাচনের ফল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আজ জানায়, দিল্লি, কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারের বেড়েছে যথাক্রমে 32 পয়সা, 33 পয়সা, 31 পয়সা, 34 পয়সা করে, মাত্র দু’দিনের মধ্যেই। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কলকাতা আর চেন্নাইতে তা বেড়েছে প্রতি লিটারে 18 পয়সা করে। ডিজেলের দাম দিল্লিতে প্রতি লিটারে বেড়েছে 43 পয়সা, কলকাতায় বেড়েছে 27 পয়সা এবং মুম্বাই ও চেন্নাইতে 46 পয়সা।

 
 
পেট্রোলের দাম  (টাকায় প্রতি লিটারে )ডিজেলের দাম (টাকায় প্রতি লিটারে )
15-মে14-মে31-মার্চ31-ডিসেম্বর15-মে14-মে31-মার্চ31-ডিসেম্বর
74.9574.873.5569.9766.3666.1464.459.64
77.6577.576.2672.7268.968.6867.0962.3
82.7982.6581.4177.8770.6670.4368.5863.27
77.7777.6176.2972.5370.0269.7967.9362.83
(Source: iocl.com)

15 মে সকাল ছ’টা থেকে এই নতুন মূল্য ধার্য হয়েছে। দিল্লিতে প্রতি লিটারে দাম হয়েছে 74.95 টাকা, কলকাতায় প্রতি লিটারে দাম বেড়ে হয়েছে 77.65 টাকা, মুম্বাইতে প্রতি লিটারে দাম হয়েছে 82.79 টাকা আর চেন্নাইতে প্রতি লিটারে 77.77 টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে বেড়েছে 66.36 টাকা, 68.9 টাকা, 70.96 টাকা এবং 70.02 টাকা।
মঙ্গলবার এই দাম বাড়ার সঙ্গে সঙ্গেই দিল্লিতে পেট্রোলের দাম 56 মাসের মধ্যে সর্বোচ্চ শিখরে পৌঁছল। ডিজেলের দামও পৌঁছে গেল আরেক নতুন শিখরে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান সঞ্জীব সিংহ গত সপ্তাহে জানিয়েছিলেন যে, কেন্দ্রের আওতায় থাকা সংস্থাগুলো পেট্রোল ও ডিজেলের দামের ‘সাময়িক পরিমার্জনা’ করেছে।
বিশ্ববাজারে অশোধিত তেল ও টাকা-ডলারের মূল্যের উথ্থানপতনের উপরেও নির্ভর করে পেট্রোল আর ডিজেলের দাম। বিশ্ববাজারে অশোধিত তেলের দাম গত কয়েক মাসে বেড়েছে লাফিয়ে লাফিয়ে।
এই বছর পেট্রোলের দাম এখনও পর্যন্ত দিল্লিতে প্রতি লিটারে বৃদ্ধি পেয়েছে 4.98 টাকা, কলকাতায় বেড়েছে 4.93 টাকা, মুম্বাইতে বেড়েছে 4.92 টাকা এবং চেন্নাইতে বেড়েছে 5.24 টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে বেড়ে দাঁড়িয়েছে 6.72 টাকা, 6.6 টাকা, 7.39 টাকা, 7.19 টাকা। এই সময়ের মধ্যে টাকার দাম ডলারের তুলনায় 5 শতাংশেরও বেশি পড়ে গিয়েছে।
বিশ্ববাজারে টাকার দাম পড়ে যাওয়ার কারণে ভারতীয় সংস্থাদের অশোধিত তেল কিনতে বেশি অর্থ দিতে হচ্ছে। ভারতের মোট তেলের বাজারের 80 শতাংশেরও বেশি অশোধিত তেল আমদানির মাধ্যমে আসে।
2017 সালের জুন মাস থেকে কেন্দ্রের আওতাধীন তৈলসংস্থাগুলি আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। যার ফলে, এখন প্রতিদিন সকাল ছ’টার সময় দেশের সমস্ত পেট্রোল পাম্পে সংশ্লিষ্ট দিনের পেট্রোল ও ডিজেলের দাম যাচাই করে নিয়ে তারপর রেট হিসাবে বসানো হয়।
 

.