This Article is From Jun 16, 2020

করোনা পরিস্থিতিতে টাকার দরকার? পিএফ অ্যাকাউন্ট থাকলে তুলতে পারেন টাকা, জেনে নিন কীভাবে?

Employee Provident Fund Account: যদি একেবারেই হাত খালি থাকে তবে আপনার পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সেটিকে কাজে লাগান

করোনা পরিস্থিতিতে টাকার দরকার? পিএফ অ্যাকাউন্ট থাকলে তুলতে পারেন টাকা, জেনে নিন কীভাবে?

Covid-19: চলতি লকডাউনের সময় পিএফ থেকে টাকা তুলতে চাইলে মিলছে বিশেষ সুবিধা

হাইলাইটস

  • লকডাউনে পিএফ থেকে টাকা তোলার সুবিধা
  • কোভিড-১৯ পরিস্থিতিতে টাকা তোলার আবেদন করলেই মিলছে সুফল
  • সরকার এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যে লকডাউন নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার, তাতে দেশের অসংখ্য মানুষ আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছেন। এই সময় বেশিরভাগ মানুষের হাতেই নগদ টাকার অভাব। এমন পরিস্থিতিতে আপনার পাশে বন্ধুর মতো দাঁড়াতে পারে আপনার ইপিএফ অ্যাকাউন্ট (Employee Provident Fund Account)। যদি আপনি এই সময়ে আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (EPF) থেকে টাকা তুলতে চান তবে সেটা সহজেই সম্ভব। ২০২০ সালের ২৮ মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার এই ঘোষণা করে দিয়েছে। এতে বলা হয়েছে যে, কোভিড -১৯ মহামারীর সময়, বিশেষ নির্দেশিকার মাধ্যমে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম ১৯৫২-র সংশোধন করা হয়েছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যামেন্ডমেন্ট স্কিম ২০২০ লাগু হয়েছে ২৮ মার্চ থেকে।

ওই নির্দেশিকা জারির মাধ্যমে ইপিএফও, তাদের ফিল্ড অফিসগুলিকে নির্দেশ দিয়েছে, যাতে কোনও আবেদন (PF Withdrawal) জমা পড়লেই তা গ্রহণ করে সদস্যদের সাহায্য করা হয়। এই নির্দেশিকার জেরে প্রায় ৬ কোটি সদস্য এখন ইপিএফ থেকে প্রয়োজনে টাকা (COVID- 19 PF Withdrawal Rules) তুলতে পারবেন।

কত টাকা তুলতে পারবেন?

বিজ্ঞপ্তি অনুসারে, ইপিএফ সদস্যরা তাঁদের জমানো ৭৫ শতাংশ টাকা কিংবা তিন মাসের বেসিক পে, যেটি কম হবে, সেই পরিমাণ অর্থ তাঁরা ইপিএফ থেকে তুলতে পারবেন।

মনে রাখবেন, 

আপনি ইপিএফও পোর্টালে গিয়ে পিএফ প্রত্যাহারের দাবি জানাতে পারেন।

- আপনার যদি ইতিমধ্যেই অগ্রিম কিছু টাকা তোলা থাকে তাহলেও আপনি এখনও কোভিড -১৯ পরিস্থিতির জন্যে পিএফের টাকা তোলার জন্য দাবি করতে পারেন।

- তবে আপনি কিন্তু কোভিড -১৯ পরিস্থিতির কথা বলে পিএফ থেকে একবারই অগ্রিম টাকা তুলতে পারেন 

যোগ্যতা কী হবে?

- টাকা তুলতে গেলে আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ UAN (Universal Account Number) সক্রিয় থাকতে হবে।

- আপনার যাচাই করা আধার নম্বরটি ইউএএন-এর সঙ্গে যুক্ত থাকতে হবে।

- আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোডটিও ইউএএন এর সঙ্গে যুক্ত থাকতে হবে।

কোভিড -১৯ পরিস্থিতিতে পিএফ অগ্রিমের জন্য কীভাবে দাবি করবেন?

-  EPFO পোর্টালের সদস্য ইন্টারফেসে যান (https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface)

- অনলাইন পরিষেবায় যান এবং Claim বাটনে ক্লিক করুন(Form-31,19,10C অথবা 10D).

- আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণের জায়গায় গিয়ে তা যাচাই করুন।

- এবার 'Proceed for Online Claim' -এ ক্লিক করুন।

- ড্রপ ডাউন মেনু থেকে PF Advance (Form 31) কে নির্বাচন করুন।

- এর পরবর্তী ড্রপ ডাউন মেনুতে, আপনাকে 'Outbreak of pandemic (COVID-19)' নির্বাচন করতে হবে।

- 'Get Aadhaar OTP' এই বাটনে ক্লিক করুন।

- আপনার আধারের সঙ্গে সংযুক্ত করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি দিন।

-  এটা করলেই আপনার টাকা তোলার দাবি পৌঁছে যাবে।

কীভাবে দাবির স্থিতি পরীক্ষা করবেন?

আপনি নিজের দাবির স্থিতিও পরীক্ষা করতে পারেন। এর জন্য আপনাকে ই-সেবা পোর্টালে গিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সেখানে আপনি 'অনলাইন পরিষেবা' ট্যাবটিতে গিয়ে জানতে পারবেন আপনার দাবি কী অবস্থায় আছে এখন।

.