শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি হল এই দুই লোকসভা কেন্দ্রের দুই যুযুধান প্রতিদ্বন্দ্বী।
হাইলাইটস
- রাজ্যের ৫৩৩টি বুথকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন
- সেই সমস্ত জায়গায় ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে
- কোচবিহার এবং আলিপুরদুয়ারে মোট ৩৮৪৪ টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে
কলকাতা: রাজ্যের ৫৩৩টি বুথকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission) । সেই সমস্ত জায়গায় ওয়েবকাস্টিংয়ের (Web Casting) ব্যবস্থা করা হয়েছে। আজ প্রথম দফায় (First Phase) রাজ্যের দুটি আসনে ভোট হচ্ছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে মোট ৩৮৪৪ টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে ৫৩৩টি আসনে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (Election Commission) । আলিপুরদুয়ারে মোট বুথের সংখ্যা ২০১০ টি এবং কোচবিহারে বুথের সংখ্যা ১৮৩৪ টি। এর মধ্যে ৫৩৩টি জায়গায় ওয়েবকাস্টিং হচ্ছে। কোচবিহারে ২৭৯টি এবং আলিপুরদুয়ারে ২৫৪টি কেন্দ্রে ওয়েবকাস্টিং হচ্ছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ২২৮টি ভিডিও ক্যামেরা আছে বলে কমিশনের আধিকারিকরা জানিয়েছেন।
দু-একটি গোলমাল ছাড়া রাজ্যের দুটি আসনে শান্তিতেই চলছে ভোট- পর্ব
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি হল এই দুই লোকসভা কেন্দ্রের দুই যুযুধান প্রতিদ্বন্দ্বী। এই দুই কেন্দ্রে অস্তিত্বের লড়াই বামফ্রন্ট এবং কংগ্রেসের। বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী লড়াই করবেন কোচবিহার (Cooch Behar) থেকে এবং বাম সমর্থিত আরএসপি প্রার্থী লড়াই করবেন আলিপুদুয়ার (Alipurduar) থেকে। উত্তরবঙ্গের এই দুই কেন্দ্রের ভোটের মূল ইস্যুগুলি হল দুর্নীতি, সাম্প্রদায়িকতা, এনআরসি, চিটফান্ড কেলেঙ্কারী, উন্নয়ন, নিরাপত্তা এবং চা বাগানের শ্রমিকদের উন্নতি। যে ইস্যুগুলোর কথা আলিপুরদুয়ার ও উত্তরবঙ্গ কেন্দ্রে জনসভা করতে এসে বারবার বলে গিয়েছেন বিভিন্ন দলের নেতা ও নেত্রীরা। কমিশন জানিয়েছে সকাল ৯ টা পর্যন্ত রাজ্যের দুটি কেন্দ্রে গড়ে ১৮. ১২ শতাংশ ভোট পড়েছে। বেলার দিকে ভোটের শতাংশ আরও বাড়ে। দেশের অন্য রজ্যের তুলনায় এই পরিয়ামণ কিছুটা বেশি বলেই খবর। দুপুর পর্যন্ত তেমন কোনও গোলমালের খবর এসে পৌছয়নি। তবে কোচবিহারের শীতলকুচিতে মহিলা ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়া কয়েকটি বুথে বিরোধী এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)