1st Phase Lok Sabha Elections 2019: নির্বাচনে অংশগ্রহণ করবেন দেশের প্রায় ৯০ কোটি ভোটার
নিউ দিল্লি: আজ থেকে শুরু সপ্তদশ লোকসভা নির্বাচন। ১৮টি রাজ্যের ৯১ টি কেন্দ্রে ভোট। ভোট হচ্ছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলেও। একই সঙ্গে চারটি রাজ্যের বিধানসভা ভোট হচ্ছে। আজ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, কিরেন রিজিজু থেকে শুরু করে ভি কে সিং দের ভাগ্য পরীক্ষা। নির্বাচন কমিশনজানিয়েছে সকাল সাতটা থেকে বিকেলে পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।আজ নিতিন গড়করি,কিরণ রিজিজ ও ভি কে সিংহের মতো বেশ কিছু হেভি ওয়েট প্রার্থীর আসনে ভোট গ্রহণ হবে। অন্ধ্রপ্রদেশ (২৫),&;তেলেঙ্গানা (১৭), উত্তরাখন্ড (৫), সহ অরুনাচপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, মেঘালয়,পশ্চিমবঙ্গের দুটি আসনে ভোট। এছাড়া ছত্তিশগড়,মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম,ত্রিপুরা, আন্দামান ও নিকবর ও লক্ষদ্বীপের একটি করে আসনে ভোট গ্রহণ হবে। এবারের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন দেশের প্রায় ৯০কোটি ভোটার গতবারের থেকে এবার ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় ৯ শতাংশ।
১৩ কোটি নতুন ভোটার এবার নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে ২০১৪ সালে নতুন ভোটারের সংখ্যা অনেক বেশি ছিল।
ভারতীয় ভোটারদের দুই-তৃতীয়াংশের বয়স ৩৫ বা তার থেকে কম। এবারের নির্বাচনে ডিজিটাল মিডিয়ার প্রভাব খুবই বেশি। ২০১৪ সালে দেশের ৫৪৩ টি আসনের মধ্যে ২৮২ টি তে জিতে সরকার করে বিজেপি। পরাজিত হয় কংগ্রেস। জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় এবং আয়তনের দিক থেকে সপ্তম ভারতের ভোট অংশ নিচ্ছে ২০০০ টি দল প্রার্থীর সংখ্যা প্রায় আট হাজার।
লোকসভা নির্বাচনের ভোট গণনা কেন্দ্রের সংখ্যা
এবার সারাদেশে প্রায় দশ লক্ষেরও বেশি গণনা কেন্দ্রে ভোট নেওয়া হবে শুধু ভারতে নয় গোটা বিশ্বের হিসেবে এটা একটি রেকর্ড মোট ১১ লক্ষ ইভিএমে নিজেদের মত জানাবেন ভোটাররা এবারের নির্বাচনে ভি ভি প্যাট ও থাকছে।
দেখে নিন লাইভ আপডেট :
নয়ডার হাজিপুরে ভোট দিলেন শতবর্ষীয় বৃদ্ধ
বিশেষ ভাবে সক্ষম ভোটারদের সাাহায্য করা হয় নাগাল্যান্ডে
উত্তরপ্রদেশে বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার
ভোটদানের সময় বাড়ানোর দাবি তুললেন চন্দ্রবাবু নাইডু(Chandrababu Naidu)
নির্বাচন কমিশনের(Election Commission of India)কাছে চিঠি দিয়ে ভোটদানের সময় বাড়ানোর আবেদন জানালেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু(Chandrababu Naidu)। বহু বুথে ইভিএমে(EVM)প্রযুক্তিগত ত্রুটি(technical glitches) থাকায় বেশ কিছটা সময় ব্যাহত হয় ভোটদানে।সেই সময় বাড়ানোর দাবি তুলেছেন তিনি।
গড়চিরৌলিতে(Gadchiroli)বুথের কাছে আইইডি বিস্ফোরণ(IED blast)
গড়চিরৌলিতে(Gadchiroli) একটি বুথের কাছে আইইডি বিস্ফোরণ(IED blast)। কাসানসৌর থানার কাছে ওয়াঘেজারি বুথের কাছে বিস্ফোরণ(IED blast)ঘটে। এখনও পর্যন্ত কেউ জখম হওয়ার খবর পাওয়া যায় নি।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কংরাদ সাংমাকে বুথের বাইরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেল।
প্রথম চার ঘন্টায় পশ্চিমবঙ্গের কোচবিহারে ৩৭.৮ শতাংশ ভোট হয়ে গিয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ারে ৪৩.২ শতাংশ ভোট হয়ে গিয়েছে।
উত্তর প্রদেশের পশ্চিম অঞ্চলে এবার ১.৫ কোটি নতুন ভোটার ভোট দিতে চলেছে।
এবার নির্বাচনে ব্যব্ধান অনেক বেশি হবে জানালেন নিতিন গড়করি। নাগপুর কেন্দ্রে তিনি কংগ্রেস প্রার্থী নানা পাটোলের বিরুদ্ধে লড়াই করছেন।
নির্বাচনী নোটিশ প্রকাশ করে কমিশন।
পুজোয় বসেছেন স্মৃতি ইরানিআমেঠী লোকসভা কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার আগে পুজোয় বসলেন স্মৃতি ইরানি। ওই কেন্দ্র থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে তিনি লড়বেন। ২০১৪ সালের নির্বাচনে ১.০৭ লক্ষ ভোটের ব্যবধানে স্মৃতিকে হারিয়েছিলেন রাহুল গান্ধী।
কোচবিহারের শীতলকুচি এলাকায় মহিলা ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ছত্তিশগড়ের বস্তার ও নারায়নপুরে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি প্রথম পর্যায়ে দ্রুত ভোট দিচ্ছে। আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিমের কয়েকটি আসনে নির্বাচনী কমিশন 9 টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে, তার একটা খসড়া দিয়েছে।
আসাম: সামগ্রিকভাবে - 10.2%
তেজপুর: 10%
কালিয়াবোর: 10%
লাখিমপুর - 9%
ডিব্রুগড় - 10%
জোড়হাট - 12%
নাগাল্যান্ড - 21%
সিক্কিম - 32%
আউটার মণিপুর - 16%
1st Phase Lok Sabha Elections 2019: দান্তেবারার ভোটাররা মাওবাদীদের ভোট বয়কট করার কথায় সারা দেয়নি। সকাল থেকেই তাদের ভোট প্রদানের বিষয়ে উৎসাহিত দেখা যাচ্ছে।
মাওবাদীদের ডাকে সারা দেয়নি দান্তেবারার সাধারণ জনতা। যার ফলে সকাল থেকেই ভোট কেন্দ্র গুলিতে বহু ভোটারদের ভিড় দেখা যাচ্ছে। ওখানকার দুটি জেলায় আজ ভোট গ্রহণ চলছে।
মহারাষ্ট্রের ১১৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজ। নাগপুরে নিতিনের বিপরীতে দাঁড়িয়েছেন কংগ্রেসের নানা পাতোলে।
1st Phase Lok Sabha Elections 2019:: কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি তার পরিবার সহ ভোট দিতে গেছিলেন।
নাগপুর থেকে নিতিনের বিপরীতে দাঁড়িয়েছেন কংগ্রেসের নানা পাতোলে।
পশ্চিমবঙ্গে সকাল ৯ টা পর্যন্ত। ১৮.১০ শতাংশ ভোট পড়েছে
AIMIM-এর প্রধান ও হায়দ্রাবাদের প্রার্থী আসাদুদ্দিন ওয়াইসি নগরীর একটি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন। তিনি সেখানকার তিন বারের সংসদ।
1st Phase Lok Sabha Elections 2019: "সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ান" ওমর আব্দুল্লাহ
লোকসভা ভোটের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। এই রকম অবস্থায় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ওমর আব্দুল্লাহ সাধারণ মানুষের উদ্দেশ্যে জানিয়েছেন, তারা যেন ''সাম্প্রদায়িকতার বিরুদ্ধে'' রুখে দাঁড়ায়। তিনি কাশ্মীরের ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, তারা যেন ভোট দিয়ে নিজেদের নাগরিক অধিকার প্রদান করেন।
বিহারের জামুইতে, লোক জনশক্তি পার্টির সংসদ সদস্য চিরাগ পাসওয়ান দাঁড়িয়েছেন ভুয়েডো চৌধুরীর বিরুদ্ধে, যারা ২009 সালে প্রথম সাধারণ নির্বাচনে জয়লাভ করেছিলেন।পাঁচ বছর আগে 85,947 ভোটে জয়লাভ করে চিরাগ পাসওয়ান সফলতার সাথে রাজনীতিতে পা রেখেছিলেন।
1st Phase Lok Sabha Elections 2019: মোদী সরকার কোনো কোন প্রতিশ্রুতি রাখতে পারেনি, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাইছেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী দেশের ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, দেশের কথা ভেবে তারা যেন নিজেদের মূল্যবান ভোটটা দেন। ২০১৪ তে দেশের লোকেদের পছন্দ অনুসারে বিজেপি এসেছিল দেশের সরকার হিসাবে।কিন্তু তারা নিজেদের কোনো প্রতিশ্রুতি রাখতে পারে নি।
''২ কোটি চাকরি, ১৫ লক্ষ ব্যাংক একাউন্ট, আচ্ছা দিন'': কোনো কথাই রাখেনি সরকার।
ANI সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুসারে সকল নয়টার মধ্যে নাগাল্যান্ডে 21% ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে।
1st Phase Lok Sabha Elections 2019: গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র
গাজিয়াবাদ কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে ভোটে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং। সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে দেখা গেল তাঁকে। এখানে দেখা যাবে ত্রিমুখী লড়াই। বিজেপি, সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে।
1st Phase Lok Sabha Elections 2019: শান্তিপূর্ণ ভাবে চলছে জম্মু এবং বারামুল্লার লোকসভা ভোট গ্রহণের পর্ব
জম্মু ও বারামুল্লা লোকসভা কেন্দ্র দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে জম্মু-কাশ্মীরে। সকল থেকে চলছে ভাত প্রদান পর্ব। শান্তিপূর্ণ ভাববেই চলছে ভাত প্রদানের কাজ। পুলিশ সূত্র থেকেও জানানো হয়েছে, ''শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ চলছে জম্মু-কাশ্মীরে।'' জম্মুর আরএসপিরা, সুচেতগড়, সাম্বা ও নওশরা-তে সকল থেকেই কেন্দ্রের বাইরে ভোটারদের ভিড় দেখা যাচ্ছে। তারা সারিবদ্ধ ভাবে নিজেদের নাগরিক অধিকার প্রদান করতে যাচ্ছে।
IANS-এর সূত্র অনুসারে গান্ধীনগর, চিন্নি, সাতয়ারির মতো গ্রামীণ এলাকাতেও ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ ভাবেই চলছে।
1st Phase Lok Sabha Elections 2019: মুজফফরনগরের ভোট আজ
সঞ্জীব বাল্যান বনাম অজিত সিং
উত্তরপ্রদেশে মুজফফরনগরে এবার প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং। তাঁকে সমর্থন করছে বিজেপি বিরোধী জোট। এখানে বিজেপির প্রার্থী হয়েছেন সঞ্জীব বাল্যান।
দেখুন বিহারের জামুইতে উৎসুক ভোটাররা ভোট প্রদানের জন্য লাইন করে দাঁড়িয়ে আছেন।
1st Phase Lok Sabha Elections 2019: এই লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদী নতুন প্রতিশ্রুতি পূরণের কথা বলেছেন
বিহারের জনসভায় গিয়ে তিনি বলেছিলেন, ''আমি বলছি না, আমি সমস্ত কাজ করতে সক্ষম হয়েছি। কিন্তু কংগ্রেস সত্তর বছরে যা করতে পারেনি, আমি পাঁচ বছরে কিভাবে তা করব? অনেক কিছু করা সম্ভব হয়েছে, বাকিও আছে অনেকটা। তার জন্য আমাদেরকে আরও কাজ করতে হবে।''
অন্ধ্রপ্রদেশে একদিকে চলছে লোকসভা নির্বাচন তো অপর দিকে চলছে বিধানসভা নির্বাচন। একদিকে রয়েছে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম পার্টি আর অন্যদিকে রয়েছে কংগ্রেসের ওয়াইএস জগনমোহন রেড্ডি। কুপ্পাম আসন থেকে লড়ছেন মুখমন্ত্রী নিজেই। এইবার নিয়ে সাত বার তিনি এই আসন থেকে দাঁড়ালেন।বিধানসভার ১৭৬ টি আসনের ফলাফল জানা যাবে ২৩ শে মে।
1st Phase Lok Sabha Elections 2019: অরুণাচল পশ্চিম
কিরণ রিজিজু বনাম নবাম টুকি
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ভোটে লড়ছেন। তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাম টুকি।
1st Phase Lok Sabha Elections 2019: ''পরিবর্তনের জন্য ভোট দিন, নির্ভয়ে ভোট দিন।'', বলেছেন জগন রেড্ডি।
1st Phase Lok Sabha Elections 2019: উত্তর-পূর্বের কয়েকটি বুথে EVM ঠিক মতো কাজ না করার অভিযোগ উঠেছে। আজ উত্তর-পূর্বের ১৪ টি লোকসভা আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর সাথেই অরুণাচল ও সিকিমে বিধানসভা ভোটও চলছে।
1st Phase Lok Sabha Elections 2019: ছত্তিশগড়ে মাওবাদীরা ভোট বয়কট করার ডাক দিয়েছে। দান্তেবারা, বিজাপুর, সুকমা ও নারায়ন পুড়ে ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা।
দর্ভাটের পোস্ট অফিসের দেওয়ালে লিখে সাধারণ মানুষকে ভোট প্রদানের থেকে বিরত থাকতে বলে মাওবাদীরা।
রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
সমস্ত নেতা-নেত্রিরাই এখন ভোট নিয়ে ব্যস্ত।আজ বরেলিতে মনোনয়ন পত্র জমা দেবেন শ্রীমতি সোনিয়া গান্ধী।
1st Phase Lok Sabha Elections 2019: পোলামপালি, সুকমা জেলায় চলছে প্রথম দফার ভোট।
1st Phase Lok Sabha Elections 2019: আজ তৃতীয় লিঙ্গের 1,014 জন ভোট দেবেন
প্রথম দফায় ভোট প্রদান করবেন 1,50,65,682 জন ভোটার।তার মধ্যে 82,24,835 জন পুরুষ, 68,39,833 জন মহিলা এবং 1,014 জন তৃতীয় লিঙ্গের লোক ভোট প্রদান করবে।
আজ নিতিন গড়কড়ির মতো হেভি ওয়েটস প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে।২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় দশ লক্ষের মধ্যে ছয় লক্ষ ভোট পড়েছিল তাঁর ঝুলিতে।
উত্তরপ্রদেশে বিজেপি-কে হারানোর জন্য মায়াবতী ও আখিলেশ যাদব আগে থেকেই হাত মিলিয়ে নিয়েছেন। তারা একসাথে হয়ে এই নির্বাচনে লড়াই করতে বদ্ধপরিকর।
ভারতের রাজনীতির ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে উত্তরপ্রদেশের গুরুত্ব অপরিসীম। আজ উত্তর প্রদেশের আটটি আসনে নির্বাচন গ্রহণ চলছে। সাহারানপুর, গাজিয়াবাদ, কৈরাণ, গৌতম বুদ্ধ নগর ও বাগপত-এ ভোটগ্রহণ আজ।
ডিব্রুগড়ের চিত্র দেখেই বোঝা যাচ্ছে সকাল থেকেই ভোটররা তাদের নাগরিক অধিকার দেওয়ার জন্য প্রস্তুত।
এ বছর যারা প্রথম ভোট দেবে তাদের উৎসাহের কোনো ঘাটতি নেই। সকাল থেকেই বিভিন্ন বুথে বহু ভোটদাতার ভিড় দেখা যাচ্ছে। তাদের মধ্য অনেকেই এবারেই নিজেদের ভোট দিয়ে সরকার গড়ার কাজে যোগদান দিতে চলেছেন।