#করোনাভাইরাস: ভারতীয় রেলের বড় পদক্ষেপ, ট্রেনেই তৈরি হল আইসোলেশন কোচ
Updated: March 28, 2020 13:04 IST
করোনাভাইরাস রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। ট্রেনের বগির মধ্যেই পৃথক আইসোলেশন কোচ গঠনের প্রস্তুতি চলছে জোরকদমে। করোনা সন্দিগ্ধ মানুষদের পৃথক করে রাখা হবে এই কোচে। দেখুন ছবি...
এই কোচগুলিতে আক্রান্তদের জন্য ওষুধপত্র এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এই ট্রেনগুলিকে সেই সমস্ত অঞ্চলগুলিতে রাখা হচ্ছে যেখানে করোনা সংক্রমণের সংখ্যা বেশি বা আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
নন এসি কোচগুলিকেই আইসোলেশন কোচে বদলে ফেলা হচ্ছে।
এই কোচে ডাক্তারদের জন্য একটি ঘরও তৈরি করা হয়েছে।
এই কোচে নার্সদের জন্যও পৃথক কেবিন রয়েছে।
ট্রেনের কোচের প্রতিটি আসনে সাদা রঙের পর্দা ঝোলানো হয়েছে।
চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে নিয়েই কোচগুলির মূল্যায়ন করা হচ্ছে। যাতে আচমকা কোনও বিশেষ পরিস্থিতির উদ্রেক হলে ব্যবস্থা নেওয়া যায়।
কোচের নির্দিষ্ট বাথরুমটিও আক্রান্তদের ব্যবহারের জন্য বদলে দেওয়া হয়েছে
আইসোলেশন কোচে একটি প্যারা-মেডিকো রুমও তৈরি করা হয়েছে।