ছবিতে দেখুন জনতা কার্ফুতে জনহীন ব্যস্ততম শহরও, সোমবার থেকে লকডাউন দেশের বহু শহর!
Updated: March 22, 2020 09:46 IST
বিশ্বব্যাপী ত্রাসের সঞ্চার করা নোভেল করোনা ভাইরাসের মোকাবিলায় রবিবার ভারত জুড়ে ‘জনতা কার্ফু'। সারা পৃথিবী জুড়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসের প্রকোপে। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘জনতা কার্ফু'-র ডাক দিয়েছেন। করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এদিন দিনভর প্রত্যেককে স্বেচ্ছা-কোয়ারান্টাইনে থাকার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী
লখনউয়ের বিখ্যাত রুমি দরওয়াজা ও ইমামবাড়াও জনশূন্য কার্ফুর কারণে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু' জানিয়েছে, কোনও ব্যাক্তির সঙ্গে সংস্পর্শে এলে কিংবা আক্রান্তের ড্রপলেট থেকে ছড়াতে পারে এই রোগ।
মুখোশে মুখ ঢেকেছেন পুলিশ কর্মীরাও।
এই মহামারি আরও ছড়িয়ে পড়া রুখতে তাই বন্ধ করে দেওয়া হচ্ছে ট্রেন এবং মেট্রো পরিষেবা। ৩১মার্চ অবধি দেশ জুড়ে বন্ধ থাকবে এই দুই গুরুত্বপূর্ণ পরিষেবা।