Lok Sabha election 2019 : ভারতের বিভিন্ন এলাকায় ৯১ টি আসনে নির্বাচন চলছে
Updated: April 11, 2019 09:36 IST
শুরু হল সপ্তদশ লোকসভা নির্বাচন। ১৮টি রাজ্যের ৯১ টি কেন্দ্রে ভোট । ভোট হচ্ছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলেও। একই সঙ্গে চারটি রাজ্যের বিধানসভা ভোট হচ্ছে। আজ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, কিরেন রিজিজু থেকে শুরু করে ভি কে সিং দের ভাগ্য পরীক্ষা।
পশ্চিমবঙ্গের কোচবিহার কেন্দ্রে রিক্সায় চেপে ভোট দিতে গেলেন বৃদ্ধ ভোটার।
ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান জগন মোহন রেড্ডি ভোট দিয়েছেন। তিনি বলেন, আমার জনতার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তারা পরিবর্তন চায়।
মনিপুরে সকাল থেকেই ভোটাররা ভোট প্রদানের জন্য লাইনে অপেক্ষা করতে শুরু করে।
আসামের ডিব্রুগড়েও দেখা গেছিল একই চিত্র।
ভোর না হতেই অন্ধ্রপ্রদেশের কেন্দ্র গুলিতে দেখা যায় নতুন ভোটদাতাদের উৎসুকতা।
পোলাপল্লী, সুকাম জেলায় ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে সকাল থেকেই খুব ভিড় ছিল।
বিহারের জামুই লোকসভা ক্ষেত্রে ভোট প্রদানের জন্য ভোটারদের ভিড় দেখা যাচ্ছে।