আজ সকাল ৭টা নাগাদ শুরু হয় দ্বিতীয় দফার ভোট। ৩৮টি লোকসভা ও ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আসাম, বিহার, জম্মু কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, পন্ডিচেরী প্রভৃতি অঞ্চলে আজ ভোট। আগামী ২৩ মে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।
শিভাগঙ্গার করাইকুডির এক ভোট গ্রহণ কেন্দ্রে কংগ্রেস নেতা পি চিদম্বরম নিজের ভোট দিতে গেলেন।
বেঙ্গালুরুর জয়নগরে ভোট দিতে এলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ।
মধ্য চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজে ভোট দিতে গেলেন অভিনেতা-রাজনীতিবিদ রজনীকান্ত।
কংগ্রেস নেতা সুশীলকুমার শিন্ডে সোলাপুরের একটি বুথে ভোট দিয়ে এলেন।
চেন্নাইয়ের একটি বুথে ভোট দিয়ে এলেন কমল হাসান এবং তাঁর মেয়ে শ্রুতি হাসান।
নলিনী চিদম্বরম, কার্তি চিদম্বরম ও তাঁর স্ত্রী শ্রীনিদি রঙ্গরাজন শিভাগঙ্গার করাইকুডির এক ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে এলেন।