লোকসভা নির্বাচন ২০১৯: লখনউতে মেগা রোড-শোয়ের সূচনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী
Updated: March 05, 2019 09:05 IST
রাজনীতিতে নামার দু সপ্তাহ পর উত্তরপ্রদেশের লখনউ তে রোড শোয়ের মাধ্যমে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা।দলের রং এ সাজানো ট্রাকে শখানেক কর্মীদের সঙ্গে রোড শোয়ে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, দাদা তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, এবং উত্তরপ্রদেশে দলের ইনচার্জ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
আমেঠি এবং রায়বরেলি বাইরে বেরিয় এই প্রথমবার প্রচার করলেন ৪৭ বছর বয়সী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা।
প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের পূর্বাংশের ইনচার্জ করেছেন রাহুল গান্ধী এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পশ্চিমাংশের ইনচার্জ করা হয়েছে।
দুর্নীতি নিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন রাহুল গান্ধী, “স্লোগান তোলেন, চৌকিদার চোর হ্যায়”।সেই স্লোগান দেন দলের কর্মীরাও।
প্রিয়াঙ্কা গান্ধীর অভিষেকে উত্তরপ্রদেশে দলের সম্ভাবনা বাড়বে বলে আশা কংগ্রেসের,২০১৪ লোকসভা নির্বাচনে রাজ্যের ৮০ আসনের মধ্যে ৭৩টিতে জিতেছিল বিজেপি।
পোস্টার এবং বিভিন্নরকম ব্যানার দেখা যায় রোড শোয়ে।সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সঙ্গেই ছিলেন তাঁর ঠাকুরমা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবিও।
পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী এবং যোগী আদিত্যনাথের গোরক্ষপুর।অতীতে, এলাহাবাদ(বর্তমানে প্রয়াগরাজ) ছিল লাল বাহাদুর শাস্ত্রীর কেন্দ্র।নেহেরু পরিবারের বাড়ি ছিল এই এলাহাবাদে।