আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেওয়ার পর মোদীর গুজারাটে গিয়ে প্রথমবার ভাষণ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। একইসঙ্গে সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে বৈঠকে বসল কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি।
কংগ্রেস নেত্রী হিসাবে প্রথম ভাসনেই মোদীকে অভিযুক্ত করলেন প্রিয়াঙ্কা গান্ধী। বললেন, "ভোট আপনাদের অস্ত্র। সঠিক সিদ্ধান্ত নিন। সঠিক প্রশ্ন করুন।" সংক্ষিপ্ত শব্দে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেও কার নাম নেননি প্রিয়াঙ্কা।
উপস্থিত সমর্থকদের প্রিয়াঙ্কা বলেন "ওরা অনেক প্রশ্ন করবে, ইস্যু তুল্বে। কিন্তু আপনারা সঠিক প্রশ্ন করবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন। এটা আপনাদের দেশ। আপনাদেরই দেশকে রক্ষা করতে হবে।"
দীর্ঘদিন ধরে মা এবং দাদার জন্য ভোট প্রচার করে আসা প্রিয়াঙ্কা এই প্রথম গান্ধী পরিবারের চিরাচরিত আসনের বাইরে অন্য কোথাও গিয়ে বক্তব্য পেশ করলেন।
কংগ্রেসে যোগ দিলেন পাতিদার আন্দোলনের পরিচিত নেতা হার্দিক পাটেল। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতেই হল এই যোগদান পর্ব।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী সহ কমিটির বাকি সদস্যরা আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছেন বলে খবর।