চলে গেলেন নাট্য দুনিয়ার অনন্য প্রতিভা ঊষা গাঙ্গুলি
Updated: April 23, 2020 15:09 IST
২০ এপ্রিল ৪৪ বছরে পা দিল তাঁর সাধের রঙ্গকর্মী কলকাতা নাট্যসংস্থা । সেই উৎসব ফুরতে না ফুরতেই লকডাউনে ইন্দ্রপতন
১৯৪৫-এ রাজস্থানের যোধপুরে জন্ম ঊষা দেবীর। হিন্দি তাঁর মাতৃভাষা হলেও বাংলা নাটক তাঁর অভিনয় এবং পরিচালনায় সমৃদ্ধ
১৯৭৬-এ রঙ্গকর্মী কলকাতা নাট্য সংস্থা প্রতিষ্ঠার পাশাপাশি উষা দেবীর প্রযোজনায় মঞ্চস্থ হয় 'মহাভোজ', ‘রুদালি', ‘কোর্ট মার্শাল' এবং ‘অন্তর্যাত্রা'-র একাধিক জনপ্রিয় মতো নাটক
ঊষা দেবীর মৃত্যুতে সোশ্যালে শোকপ্রকাশ করেন আরেক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়
দেবেশ ঊষা দেবীর ওপর ডক্যু ফিল্ম বানিয়েছিলেন। তারই দ্বিতীয় পর্ব অতি সম্প্রতি ফেসবুকে পোস্ট করেন শ্রদ্ধার্ঘ্য হিসেবে
রাজস্থানেই ছোট্ট ঊষা তামিল নিয়েছিলেন ভারতনাট্যমের। সেখানেই স্কুলের পাঠ চুকিয়ে চল আসেন কলকাতায়। ভর্তি হন শ্রী শিক্ষায়তন কলেজে। তাঁর বিষয় ছিল হিন্দি সাহিত্য। এই বিষয়েই তিনি স্নাতকোত্তর পাস করে ১৯৭০-এ যোগ দেন ভবানীপুর কলেজে, হিন্দি শিক্ষিকা হিসেবে