দেশ জুড়ে অকাল দীপাবলি, রঙ্গোলি
নয়া দিল্লি: করোনা ভাইরাসের (Coronavirus) অন্ধকার দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডাকে সারা দিয়ে দেশজুড়ে বাড়ির অত্যাবশকীয় আলো নিভিয়ে বাড়ির বারান্দা, ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি জ্বালালেন আপামর দেশবাসী। বড় শহরগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকডাউনের (Lockdown) কারণে ঘরবন্দি হয়েছেন সাধারণ মানুষ, এদিন মোমবাতি জ্বালিয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক হওয়ার বার্তা দিল ভারত। মানুষকে দেখা যায় বাজি ফাটাতে, হর্ন বাজাতে, এবং ঘন্টা বাজানোর পাশাপাশি দেশের শক্তিপ্রদর্শনের বার্তা দিতে চিৎকার করতে দেখা যায় সাধারণ মানুষকে।
করোনার বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ডাক দিয়ে মোমবাতি জ্বলল দেশজুড়ে
শুক্রবার, সাধারণ মানুষকে বাড়ির আলো নিভিয়ে দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ হাতে নিয়ে বা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে থাকতে দেখা গিয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে এই নিয়ে দ্বিতীয়বার সবমেতভাবে সামিল হলেন দেশবাসী। দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ঐক্যবদ্ধ আলোর শৃঙ্খলে।
দেখুন সেই ছবি: