কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর এজলাসেই মামলা দায়ের হয়েছে।
হাইলাইটস
- রথযাত্রা করতে একাধিকবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতারা
- এবার যাত্রা স্থগিতের দাবিতে দায়ের হল জনস্বার্থ মামলা
- আইনহজীবীর রমাপ্রসাদ সরকার এই মামলা দায়ের করেন
কলকাতা: রথযাত্রা করতে একাধিকবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতারা। এবার যাত্রা স্থগিতের দাবিতে দায়ের হল জনস্বার্থ মামলা। আইনহজীবীর রমাপ্রসাদ সরকার এই মামলা দায়ের করেন। তাঁর দাবি কলকাতা হাইকোর্ট যদি বিজেপিকে যাত্রার অনুমতি দেয় তাহলে রাজ্যের আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। পঞ্চায়েত নির্বাচন চলার সময় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নামেও অভিযোগ দায়ের করেন এই আইনজীবী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর এজলাসে সোমবার এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আজই এই মামলাটির শুনানি হতে পারে, একই সঙ্গে বিজেপির দায়ের করা নতুন মামলার শুনানিও আজই শুনতে পারে আদালত।
রাজ্যে ১.৭ কোটির বেশি সংখ্যালঘু পড়ূয়াকে বৃত্তি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী
বিজেপির রথযাত্রা করা নিয়ে গত কয়েক মাস ধরে রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। একবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সঙ্গে নির্দেশ পেয়ে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় বসে রাজ্য প্রশাসন। আলোচনার দুদিন বাদে শনিবার রাতে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় কোনও যাত্রা করা যাবে না। যাত্রার পাশাপাশি ওই সময়ে মোট ১৫৮ টি জনসভা করার কোথা ভেবেছিল বিজেপি।
মৃত্যুদিনে তাপসী মালিককে স্মরণ করলেন মমতা
প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনায় সেই বিষয়টিও উঠে আসে। রাজ্য জানতে চায় ১৫৮ টি সভায় কারা কারা বক্তব্য রাখবেন। এ প্রশ্নের জবাব তৈরি ছিল না বিজেপির কাছে। তাই জনসভার অনুমতিও বাতিল করে দিয়েছে রাজ্য। তবে সভার বিরস্তারিত বিবরণ সহ আলাদা আলাদা করে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার সুযোগ তাছে বিজেপির সামনে। এই সিদ্ধান্তেরই প্রতিবাদ করে আদালতের দবারস্থ হয়েছে বিজেপি।
দেখুন ভিডিও :
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)