শ্রীনগর থেকে দেখা যাচ্ছে পিরপঞ্জাল রেঞ্জ
হাইলাইটস
- শ্রীনগর থেকে দেখা যাচ্ছে পিরপঞ্জাল রেঞ্জ
- সাংবাদিক ওয়াসিম অন্দ্রবি ছবিটি শেয়ার করেছেন
- মানুষ খুবই পছন্দ করছে এই ছবিটিকে
নয়াদিল্লি: লক ডাউনের(Lock down) কারণে দেশের সব মানুষ এখন ঘরবন্দি। দেশে বায়ু দূষণের মাত্রা ব্যাপক হারে কমে গেছে। পাখি থেকে শুরু করে জীবজন্তু খোলামেলাভাবে ঘোরাফেরা করছে। শ্রীনগরের(Srinagar) কিছু ছবি ভাইরাল হয়েছে। এই ছবিগুলোতে শ্রীনগর থেকে পিরপঞ্জাল রেঞ্জ পরিষ্কার দেখা যাচ্ছে । এর আগে জলন্ধর থেকে হিমাচল পাহাড়ের যে ছবি দেখা গিয়েছিল তাও ভাইরাল হয়েছিল ভীষণভাবে।
পিরপঞ্জাল রেঞ্জ (Pirpanjal Range) হিমাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের মাঝখানে ।সাংবাদিক ওয়াসিম অন্দ্রবি ছবিটি শেয়ার করেছেন। এই ছবি শেয়ার করে সাংবাদিক লিখেছেন ,"২৩ এপ্রিল ২০২০ তে শ্রীনগর থেকে পিরপঞ্জাল রেঞ্জ দেখা যাচ্ছে।"
শতদ্রু নদীর তীর থেকে এটি হিমালয় থেকে আলাদা হয়ে যায়, এবং একটি অংশ বিপাশা ও রাভি নদীর মাঝখানে ও আর একটি দিক চিনাবের দিকে বিভাজন করে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভীষণরকম ভাইরাল হয়েছে। এবং মানুষ খুবই পছন্দ করছে এই ছবিটিকে।
আর আপনি আপনি কী ভাবছেন এই ছবিটি নিয়ে?
Click for more
trending news