Read in English
This Article is From Sep 28, 2018

রানওয়ে খুঁজে না পেয়ে জলাশয়ে পড়ল বিমান

রানওয়ে খুঁজে পেল না বিমান। সজা গিয়ে পড়লে জলাশয়ে  ফল যা হওয়ার তাই প্রাণে বাঁচতে জলে পড়ে সাঁতার কাটলেন যাত্রীরা।

Advertisement
ওয়ার্ল্ড

এই বিমানটি এ বছর একটি দুর্ঘটনার কবলেও পড়েছিল।

Highlights

  • উড়ান সংস্থা এয়ার নিউগিনির বোয়িং 737-800 জলে পড়ল
  • 2. উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা
  • 3. রানওয়ে খুঁজে না পাওয়াতেই এই অবস্থা জানাল উড়ান সংস্থা
ওয়েলিংটন :

রানওয়ে খুঁজে পেল না বিমান। সজা গিয়ে পড়লে জলাশয়ে  ফল যা হওয়ার তাই প্রাণে বাঁচতে জলে পড়ে সাঁতার কাটলেন যাত্রীরা। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। নৌকো নিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন তাঁরা।       এয়ার নিউগিনি সংস্থার বোয়িং 737-800 বিমানটি ওয়েনো বিমান  বন্দরে  অবতরণের চেষ্টা হয়। এই বিমানটি এ বছর একটি দুর্ঘটনার কবলেও পড়েছিল। তবে এই ঘটনায় কোনও যাত্রীর বড়সড় আঘাত লাগেনি। উড়ান সংস্থা জানিয়েছে কর্মী এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা হচ্ছে। তবে কেন এই ঘটনা ঘটল তা জানায়নি  উড়ান সংস্থা। সুনির্দিষ্ট করে  কারণের কথা বলা না হলেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে।

বিমানের যাত্রী পেশায় একটি সংবাদপত্রের সম্পাদক বিল জায়েন্স জানিয়েছেন বিমান যে কোনও দুর্ঘটনার কবলে পড়েছে  সেটা বোঝাই যায়নি। তবে যাত্রীদের উদ্ধার করতে স্থানীয়রা যে ভূমিকা নিয়েছেন সেটার প্রশংসা করেছেন বিলি।

 

Advertisement
Advertisement