Read in English தமிழில் படிக்க
This Article is From Apr 16, 2020

কোভিড-১৯ রোগীর চিকিৎসায় প্লাজমাথেরাপি শুরু হবে অবিলম্বে: অরবিন্দ কেজরিওয়াল

দিল্লিতে এখনও পর্যন্ত ১,৫৭৮ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মারা গিয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে গিয়েছেন ৪২ জন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Highlights

  • কেবল মাত্র গুরুতর অসুস্থ কোভিড-১৯ আক্রান্তদের ক্ষেত্রেই হব প্লাজমাথেরাপি
  • আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এর প্রয়োগ শুরু হবে
  • দিল্লিতে এখনও পর্যন্ত ১,৫৭৮ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে
নয়াদিল্লি:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, করোনা আক্রান্ত গুরুতর অসুস্থদের ক্ষেত্রে প্লাজমাথেরাপি প্রয়োগের অনুমতি দিয়েছে কেন্দ্র। কেবল মাত্র গুরুতর অসুস্থ তথা ভেন্টিলেটরে থাকা কোভিড-১৯ আক্রান্তদের ক্ষেত্রেই এই প্লাজমাথেরাপির অনুমতি দেওয়া হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই পদ্ধতি প্রয়োগ করা হবে। তিনি বলেন, ‘‘যদি সফল হই, তাহলে আমরা গুরুতর অসুস্থ কোভিড-১৯ আক্রান্তদের জীবন বাঁচাতে পারব।''

প্লাজমাথেরাপিতে সুস্থ হয়ে ওঠা এক করোনা ভাইরাস আক্রান্তের শরীরের প্লাজমা প্রবেশ করানো হয় এক গুরুতর অসুস্থের শরীরে। সদ্য রোগ থেকে সেরে ওঠা ব্যক্তির শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকার ফলে তা ওই গুরুতর অসুস্থ ব্যক্তিকে সাহায্য করবে বলে মনে করা হয়।

তবে দাতা ব্যক্তিটিকে সম্পূর্ণ করোনা-মুক্ত হতে হবে। একাধিক বার পরীক্ষায় ফল নেগেটিভ থাকলে এবং ১৪ দিনের আইসোলেশনে থাকার পর তবেই তাঁর শরীরের প্লাজমা ব্যবহার করা যাবে।

Advertisement

আইসিএমআর-এর তরফে দেশের সমস্ত প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে এই পদ্ধতিতে অংশ নেওয়ার জন্য। বৃহস্পতিবার আইসিএমআর-এর তরফে বলা হয়েছে, ‘‘আইসিএমআর সম্মতি দেওয়ার সংস্থা নয়। আমরা আমাদের প্রস্তাব জানিয়েছি। যাঁরাই আমাদের প্রস্তাব মেনে কাজ করবে তাঁদের সঙ্গেই আমরা কাজ করব। বাকিরা দফতরকে আলাদা ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যাপারে অনুরোধ করতে পারে।''

দিল্লিতে এখনও পর্যন্ত ১,৫৭৮ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মারা গিয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে গিয়েছেন ৪২ জন।

Advertisement
Advertisement