This Article is From Sep 26, 2019

১ অক্টোবর থেকে কলকাতা হাইকোর্ট চত্বরে নিষিদ্ধ হল প্লাস্টিকের ব্যবহার: জারি নির্দেশ

এবারের স্বাধীনতা দিবসের ভাষণে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নষ্ট করতে দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১ অক্টোবর থেকে কলকাতা হাইকোর্ট চত্বরে নিষিদ্ধ হল প্লাস্টিকের ব্যবহার: জারি নির্দেশ

কলকাতা হাইকোর্ট চত্বরে এবার নিষিদ্ধ হল একক ব্যবহারের প্লাস্টিক

কলকাতা:

কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে এবার নিষিদ্ধ হল একক ব্যবহারের প্লাস্টিক (ban on single-use plastic)! প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রাঙ্গণে এবং জলপাইগুড়ি ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সার্কিট বেঞ্চগুলিতে একক ব্যবহারের প্লাস্টিক নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন বলে বুধবার রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন। হাই কোর্টের সকল বিচারকের বৈঠকে ‘পূর্ণ আদালত' দ্বারা এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। এরপরেই প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ১ অক্টোবর থেকে একক ব্যবহারের প্লাস্টিকে নিষেধাজ্ঞার নির্দেশ দেন।

 প্লাস্টিক মুক্ত ভারত গড়তে সিগারেটের শেষ অংশ টুকুও নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র

রেজিস্ট্রার জেনারেল রবীন্দ্রনাথ সামন্ত আরও বলেন, “৩০ সেপ্টেম্বর হাই কোর্টের ভবনে একটি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে বিচারক, আইনজীবী, কর্মকর্তা, কর্মচারী এবং আইনকর্মীরা অংশ নেবেন।” প্রসঙ্গত, সরকার কেন্দ্রীয় পলিউশন কন্ট্রোল বোর্ডের (Central Pollution Control Board) কাছে নিষিদ্ধ করার জন্য উপস্থাপন করবে এমন সামগ্রীর একটি তালিকা তৈরি করেছে। ওই তালিকায় রয়েছে: পাতলা ক্যারি ব্যাগ (৫০ মাইক্রনেরও কম), বোনা নয় এমন ক্যারি ব্যাগ, ছোট মোড়ক/প্যাকিং ফিল্ম; স্ট্র এবং কাপে গোলার কাঠি; কাটলেরি: ফোমের কাপ, বাটি এবং প্লেট; ল্যামিনেট করা বাটি এবং প্লেট; ছোট প্লাস্টিকের কাপ এবং পাত্র (১৫০ মিলি এবং ৫ গ্রামের কম); প্লাস্টিকের ইয়ার বাড, বেলুন, পতাকা এবং ক্যান্ডির জন্য প্লাস্টিকের কাঠি; সিগারেট বাট; পলিস্টেরিন; পানীয়ের জন্য ছোট প্লাস্টিক (২০০ মিলির কম) এবং রাস্তার ধারে প্লাস্টিকের ব্যানার (১০০ মাইক্রনেরও কম)।

 ২ অক্টোবর থেকে ছয় প্লাস্টিকজাত দ্রব্য নিষিদ্ধ হতে পারে দেশে: সূত্র

২০২২ সালের মধ্যে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক একক-ব্যবহারের প্লাস্টিক সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য ভারতের শীর্ষস্থানীয় দূষণ বিরোধী সংস্থা দেশের জন্য একটি পরিকল্পনার খসড়াও প্রস্তুত করছে। প্লাস্টিক শিল্পকে শুক্রবারের মধ্যে এই সামগ্রীগুলির বিকল্প সম্পর্কে তাদের পরামর্শও জমা দিতে বলা হয়েছিল। এবারের স্বাধীনতা দিবসের ভাষণে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নষ্ট করতে দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুদি দোকানদারদের, গ্রাহকদের পরিবেশবান্ধব ব্যাগ দেওয়ার আহ্বান জানান।

তাঁর কথায়, “এই প্রচার সাধারণ মানুষকে উৎসাহ দিয়েছে...আমার অনেক ব্যবসায়ী ভাই, বোন দোকানে প্ল্যাকার্ড ঝুলিয়েছেন, সেখানে পরিস্কার করে উল্লেখ করে দিয়েছেন, ক্রেতাদের নিজেদের ব্যাগ আনতে হবে। এর ফলে যেমন আর্থিক লাভ, তেমনই একজন পরিবেশ রক্ষার কাজও করতে পারেন”।

.