This Article is From Aug 02, 2019

ত্রিপুরার থেকে শিক্ষা নিক বাকি রাজ্যের বিজেপি, জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে বিজেপির জয়কে ব্যাখ্যা করলেন ‘‘উন্নয়নমূলক রাজনীতির শক্তি’’ বলে

ত্রিপুরার থেকে শিক্ষা নিক বাকি রাজ্যের বিজেপি, জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের জন্য রাজ্যের বিজেপি সংগঠনকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

হাইলাইটস

  • ‘‘ত্রিপুরার ভাগ্য বিজেপির সঙ্গে অটল।’’ বললেন প্রধানমন্ত্রী মোদি
  • পঞ্চায়েত জয়ের পর রাজ্যের বিজেপি সংগঠনকে অভিনন্দন জানান তিনি
  • এই জয়কে তিনি ব্যাখ্যা করলেন ‘‘উন্নয়নমূলক রাজনীতির শক্তি’’ বলে
নয়াদিল্লি:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) শুক্রবার ত্রিপুরায় (Tripura) পঞ্চায়েত ভোটে বিজেপির (BJP) জয়কে ব্যাখ্যা করলেন ‘‘উন্নয়নমূলক রাজনীতির শক্তি'' বলে। উত্তর-পূর্ব রাজ্যের ‘কার্যকর্তা'দের থেকে এটা শিখতে অনুরোধ করলেন অন্য রাজ্যের গেরুয়া সংগঠনকে। শুক্রবার সকালে তিনি এই বিষয়ে একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, ‘‘ত্রিপুরার ভাগ্য বিজেপির সঙ্গে অটল। রাজ্যব্যাপী পঞ্চায়েত ভোটেও দলকে আশীর্বাদ করার জন্য আমি ধন্যবাদ জানাই রাজ্যের মানুষকে। ত্রিপুরার গ্রাম্য অঞ্চলে পরিবর্তনশীল কর্মসূচি বহু জীবনকে প্রভাবিত করেছে সদর্থক ভাবে। স্থানীয় সংগঠনকে কুর্নিশ কঠোর পরিশ্রমের জন্য।''

২০১৮ বিধানসভায় বিজেপি এই রাজ্যে জয়লাভ করে ক্ষমতায় আসে। তার আগে সেখানে ২৫ বছর ধরে বাম শাসন ছিল। চারবারের বিধায়ক ৭০ বছরের মানিক সরকার ছিলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় বাম জমানা শেষ হওয়ার পরে দেশে একমাত্র কেরলেই বাম দল ক্ষমতায় রয়েছে।

কাশ্মীর নিয়ে কেবল পাকিস্তানের সঙ্গেই আলোচনা: ট্রাম্পের প্রস্তাবের জবাবে ভারত

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৬০টির আসনের ৪৩টিতেই জয়লাভ করেছিল বিজোপি জোট। ‘পরিবর্তন'-এর আওয়াজ তুলে এই সাফল্য পেয়েছিল গেরুয়া শিবির। অথচ ২০১৩-তে তারা কোনও আসনই পায়নি।

মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব একটি টুইটে আসনসংখ্যার নিরিখে বিজেপির জয়ের খতিয়ান দেন। সেটির ‘রিপ্লাই' দিয়ে মোদি জানান, ‘‘আমি বিজেপির কার্যকর্তাদের বলব যাঁরা অন্য রাজ্যে আছেন, তাঁরা যেন ত্রিপুরার কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এই রাজ্যে দলের লাগাতার সাফল্য থেকে প্রকাশিত হয় উন্নয়নমূলক রাজনীতির শক্তি এবং গণতান্ত্রিক মানসিকতা। এটা থেকে এটাও বোঝা যায়, সঠিক চেষ্টা করলে সবই সম্ভব।''

বিজেপি জেলা পরিষদে ১১৬টির মধ্যে ১১৪টিতে জয়লাভ করেছে। পাশাপাশি পঞ্চায়েতে সমিতির ৪১৯-এর মধ্যে ৪১১টি এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ৬,১১১ আসনের মধ্যে ৫,৯১৬ আসনে জয়লাভ করে তারা। ত্রিস্তীয় স্থানীয় এই নির্বাচনে ৯০ শতাংশ আসনেই জয়যুক্ত হয়েছে গেরুয়া শিবির।

বিপ্লব দেব টুইট করে লেখেন, ‘‘অভিনন্দন ত্রিপুরা, এটা আপনাদের জয়।'' তিনিই বিজেপির তরুণতম মুখ্যমন্ত্রী।

.