This Article is From Jan 11, 2020

মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের লাইট-সাউন্ড প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

মিলেনিয়াম পার্ক থেকে রিমোটে হাওড়া ব্রিজের সাউন্ড-লাইট শো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।  আড়াই মিনিটের এই শব্দ-আলোর খেলা শনিবার মিলেনিয়াম পার্কে বসানো হয়

মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের লাইট-সাউন্ড প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

মিলেনিয়াম পার্ক থেকে রিমোটে হাওড়া ব্রিজের এই প্রকল্প তিনি উদ্বোধন করলেন।

হাইলাইটস

  • নতুনভাবে সাজানো হয়েছে এই আলোকসজ্জাকে
  • কলকাতা পোর্ট ট্রাস্টের প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • ছিলেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী
কলকাতা:

মিলেনিয়াম পার্ক থেকে রিমোটে হাওড়া ব্রিজের (Howrah Bridge) সাউন্ড-লাইট শো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।  আড়াই মিনিটের এই শব্দ-আলোর খেলা শনিবার মিলেনিয়াম (Millenium Park) পার্কে বসানো হয়। কলকাতা পোর্ট ট্রাস্টের (KPT) ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা এভাবে এদিন করলেন প্রধানমন্ত্রী। মিলেনিয়াম পার্ক আগে ৬৫০ ওয়াটের লেড ও  স্পটলাইটে সাজানো থাকতো। এদিন সেই সিস্টেম সরিয়ে নতুন করে নানা রঙের আলোকের সঙ্গে শব্দ জুড়ে নবরূপে নিয়ে আসা হলো এই আলোকসজ্জাকে। 

কলকাতা পোর্ট ট্রাস্ট আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় আর কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের মন্ত্রী মনসুখ মান্ডব্য উপস্থিত ছিলেন। 

এই অনুষ্ঠান শেষে তিনি জলপথে বেলুড় মঠের (Belur Math) উদ্দেশে রওনা দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি শহর কলকাতার সঙ্গে হাওড়াকে জুড়তে এই ব্রিজ তৈরি করেছিলেন ব্রিটিশরা। বিশ্বের অন্যতম ব্যস্ত এই সেতুর নাম  ১৯৬৫ সালে করা হয় রবীন্দ্র সেতু। প্রতিদিন প্রায় এক লক্ষ কুড়ি হাজার গাড়ি আর প্রায় পাঁচ লাখ মানুষ, এই সেতু দিয়ে যাতায়াত করে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.