অগস্থাঅগল্থ সংমাকে শুভেচ্ছা জানালেন মোদি
মেঘালয়: বাবার কাজ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দলের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী অগস্থা সংমার বিয়েতে আন্তরিক শুভেচ্ছা জানানো পর দম্পতির বিয়ের ছবিও সামনে আনলেন তিনি। একই সঙ্গে অগস্থাকে (Agatha Sangma) মোদি জানান, তাঁর বাবা প্রয়াত প্রাক্তন স্পিকার পি.এ সাংমা বেঁচে থাকলে যা করতেন তিনিও সেই কাজ করেছেন। আজ তিনি বেঁচে থাকলে মেয়ের বিয়েতে ভীষণ আনন্দ করতেন। টুইটে শুভেচ্ছা বার্তা পোস্ট করে তিনি বলেন, অগস্থা আর পৈট্রিক রাংমাকে আন্তরিক শুভেচ্ছা। শুভেচ্ছা রইল দুই পরিবারের প্রতিও। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোনরাড শর্মা (Conrad Sangma)-র টুইটে মোদি তাঁর শুভেচ্ছা বার্তা পাঠান। প্রসঙ্গত, অগস্থা কোনরাডের বোন।
গোধরায় ট্রেনে আগুন ধরিয়ে কর সেবককে হত্যা কংগ্রেসের 'ষড়যন্ত্র': পাঠ্যবইতে নয়া ইতিহাস
অগস্থা সাংমা মেঘালয়ের তুরা অঞ্চল থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন। তিনি ন্যাশনাল পিপলস পার্টির প্রতিনিধি। তাঁর স্বামী প্যাট্রিক রংমা উত্তর-পূর্ব শিলংয়ের ইন্দিরা গান্ধী আঞ্চলিক স্বাস্থ্য ও চিকিত্সা বিজ্ঞান বিভাগে কাজ করেন।
দেখুন আরও ছবি...
মুম্বই বিমানবন্দর সংলগ্ন হোটেলে বিধায়কদের নিয়ে যাচ্ছে এনসিপি
অগস্থা সংমার বিয়েতে উপস্থিত ছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিও বিয়েতে অংশ নিয়েছিলেন
অগস্থা সংমা স্বামী পৈট্রিক রংমার সঙ্গে
স্বামীর সঙ্গে অগস্থা। পরিবারের সঙ্গে দম্পতি।