Read in English
This Article is From Dec 06, 2018

ঢোল বাজিয়ে রাজস্থানে নির্বাচনী প্রচার শেষ করলেন মোদী, দেখুন ভিডিও

বেশ উঁচুতারেই রাজস্থানে নিজের নির্বাচনী প্রচার শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজালেন ঢোল।

Advertisement
অল ইন্ডিয়া

দৌসার নির্বাচনী প্রচারে ঢোল বাজাচ্ছেন নরেন্দ্র মোদী।

দৌসা:

বেশ উঁচুতারেই রাজস্থানে নিজের নির্বাচনী প্রচার শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজালেন ঢোল। দৌসাতে শেষদিনের নির্বাচনী প্রচারে এসে মোদী জনতাকে বিশুদ্ধ আনন্দ দিলেন ঐতিহ্যবাহী ড্রাম অথবা ঢোলক বাজিয়ে। "এটা সাধারণ কোনও শব্দ নয়। এই ঢোলকের শব্দ আসলে রাজস্থানে বিজেপির বিপুল বিজয়েরই শব্দ... এই শব্দ ২০১৮ এবং ২০১৯ সালে বিজয়ের", মোদী যখন মঞ্চে দাঁড়িয়ে ঢোলক বাজাচ্ছিলেন স্থানীয় বিজেপি নেতার সঙ্গে, সেই সময় মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালক মাইকে এই কথা বলেন। এই পুরো ঢোল বাজানোর মুহূর্তটি শেয়ার করেন মোদী নিজের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজেও। 

এনজিওতে চলছে ধর্মীয় কার্যকলাপ, অভিযোগ পেয়ে বাংলায় আসছে ওড়িশা পুলিশ

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, "এই হল বিজয়ের শব্দ... ক্ষমতা এবং উন্নয়নের শব্দ"। তাঁর পোস্টটিতে ৩২,০০০ 'লাইক' পড়ে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, "একটু ঢোল বাজানোর চেষ্টা করলাম রাজস্থানে। দেখুন আপনাদের কেমন লাগে"।

  .  

 

Advertisement