বিভিন্ন ঘটনা নিয়ে কংগ্রেসকে একহাত নেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি:
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নাগরিকত্ব আইন, ৩৭০ ধারা এবং অর্থনীতির অবস্থা নিয়ে বিরোধীদের আক্রমণ খণ্ডাতে এদিন লোকসভায় মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এদিন সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। দেশের প্রধান বিরোধী দলের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানান প্রধানমন্ত্রী মোদি, রাহুল গান্ধিকে “টিউব লাইট” বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
কংগ্রেসেস বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদির সেরা ১০টি মন্তব্য এখানে:
“কংগ্রেস নাগরিকদের ধর্মবিশ্বাস অনুসারে দেখে, আমরা সবাইকে ভারতবাসী হিসেবে দেখি”
“যে দল ধর্মনিরপেক্ষতার কথা বলে, তাদের কি ১৯৮৪ এবং শিখ বিরোধী হিংসার কথা মনে নেই”?
“আমি আরও সূ্র্যপ্রমাণের সিদ্ধান্ত নিয়েছি পরের ৬ মাস কংগ্রেস আমার জন্য যে পরিকল্পনা করছে তাকে পরাস্ত করতে”।
“৭০ বছরে, কোনও কংগ্রেস নেতাই আত্মতুষ্টি লাভ করতে পারেননি”।
“আমি ৩০-৪০ মিনিট কথা বলেছি, তবে এটা পৌঁছাতে অনেক সময় নেবে। এখানে এই ধরণের অনেক “টিউবলাইট” রয়েছে (রাহুল গান্ধি)”।
“আমি দেশের বেকরাত্বের সমস্যা দূর করব, তবে আমি আপনাদের বেকারত্ব দূর হতে দেব না (কংগ্রেস ও বিরোধী দল)”।
“কয়েক দশক আগেই গান্ধিজীর শিক্ষা পরিত্যাগ করেছে কংগ্রেস। আপনারা গান্ধিজীকে পরিত্যাগ করেছেব, দেশ আপনাদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করে না”।
“কংগ্রেস দিনে ১০০ বার সংবিধানরক্ষার কথা বলতে পারে, এটা তাদের মন্ত্র হতে পারে। হতে পারে যতবার আপনারা সংবিধানের কথা বলেন, আপনারা এর গুরুত্ব বুঝতে পারেন”
“আপনারা যেভাবে কাজ করেছেন, আমরা কি সেভাবে কাজ করেছি, কিছুই পরিবর্তন হয়নি...মানুষ পরিবর্তন চাইছে। একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন”।
“আপনারা (কংগ্রেস) ওখানে(বিরোধীবেঞ্চ) বসে, কারণ আপনাদের কাজ”
Post a comment