This Article is From Feb 08, 2019

রাফালের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী, বললেন, শক্তিশালী সশস্ত্র বাহিনী চায় না কংগ্রেস

লোকসভায় বক্তব্যে প্রতিরক্ষা ও সশস্ত্রবাহিনীর প্রসঙ্গ তুলে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রাফাল

রাফালের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী, বললেন, শক্তিশালী সশস্ত্র বাহিনী চায় না কংগ্রেস

নরেন্দ্র মোদী বলেন, রাফাল যুদ্ধবিমান চুক্তি রিভিউ করেছে সুপ্রিম কোর্ট

নিউ দিল্লি:

লোকসভায় বক্তব্যে প্রতিরক্ষা ও সশস্ত্রবাহিনীর প্রসঙ্গ তুলে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রাফাল নিয়ে কংগ্রেসের অভিযোগের প্রসঙ্গ তুলে ধরে বললেন, শক্তিশালী সশস্ত্রবাহিনী চায় না কংগ্রেস।

প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস চায় না, আমাদের বায়ুসেনা শক্তিশালী হোক। আমি একটি গুরুতর অভিযোগ করছি”।

তিনি বলেন, “আমি অবাক হয়ে যাই, এত আত্মবিশ্বাসের সঙ্গে রাফাল নিয়ে কী করে তারা এত মিথ্যা বলে, পরে আমার মনে হয়, এটা করার কারণ, তারা যতদিন ক্ষমতায় ছিল, একটাও স্বচ্ছ প্রতিরক্ষা চুক্তি করে নি। কোনও মামা, কোনও চাচা এর মধ্যে ঢুকেছে”।

লোকসভায় ধন্যবাদজ্ঞাপন ভাষণ, বিরোধী জোটকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী আরও বলেন, “অবশেষে যখন একটা স্বচ্ছ প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হল, কংগ্রেসের লোকদের পীড়ন হচ্ছে”।

লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, “দুর্নীতিতে আমরা এখনও কোনও আপোষ না করায় বদ্ধপরিকর”।

.