This Article is From Apr 24, 2019

ত্বকের সৌন্দর্য্য ধরে রাখতে মুখে কী তেল মাখেন প্রধানমন্ত্রী, জানালেন অক্ষয় কুমারকে

প্রধানমন্ত্রী আজ অক্ষয় কুমারকে বলেন, “আপনি শুনে অবাক হবেন, আমি এত কঠিন জীবন কাটিয়েছি কিন্তু কোনওদিন ডাক্তার বা ব্যয়বহুল ওষুধের উপর নির্ভরশীল হইনি।”

ত্বকের সৌন্দর্য্য ধরে রাখতে মুখে কী তেল মাখেন প্রধানমন্ত্রী, জানালেন অক্ষয় কুমারকে

মোদি জানিয়েছেন, সরষের তেল গরম করে রাতে শোয়ার সময় নাকে কয়েক ফোঁটা তেল দেন তিনি

নিউ দিল্লি:

নিজের জীবনযাপনের পুঙ্খানুপুঙ্খ আজ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। দেশের প্রধানমন্ত্রী কেন কী পোশাক পরেন, কোন জুতো পরেন, কী খান, কীভাবে আনন্দ পান সবটাই অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে বসে আড্ডা দিয়ে জানিয়েছেন তিনি। ভোট উৎসবের মাঝে নরেন্দ্র মোদি জানিয়েছেন সুস্থ জীবনধারার জন্য যোগব্যায়াম, আয়ুর্বেদ ও নিরামিষ ভোজন করেই দিব্যি ভালো রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আজ অক্ষয় কুমারকে বলেন, “আপনি শুনে অবাক হবেন, আমি এত কঠিন জীবন কাটিয়েছি কিন্তু কোনওদিন ডাক্তার বা ব্যয়বহুল ওষুধের উপর নির্ভরশীল হইনি।” 

কেন হাফ হাতা জামা পরেন মোদি? গরীব ছিলেন বলে কীভাবে জামা ইস্ত্রি করতেন তিনি?

সরষের তেলের নানা উপকারিতার কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, “গরম জল খাওয়ার পাশাপাশি, আমি শীতে ঠাণ্ডা থেকে বাঁচতে সরষের তেল ব্যবহার করি। আমি সরষের তেল গরম করে রাতে শোয়ার সময় নাকে কয়েক ফোঁটা তেল দিই। এটি অত্যন্ত কার্যকরি প্রতিকার। মাত্র দুই দিনের মধ্যে নাক বন্ধের সমস্যা কমে যায়।"

প্রধানমন্ত্রী মোদি (PM Modi) জানান, দীর্ঘ দূরত্বের পথ হাঁটতে হলে তিনি সবসময়ই আসামের বিশেষ গামছা সঙ্গে রাখেন। মোদি বলেন, “যখনই আমাকে অনেক দূরের পথ হেঁটে যেতে হয় আমার সঙ্গে থাকে আসামের গামছা (Assamese Gamocha or Gamusa), বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। পায়ে ব্যথা করলে আমি ওই গামছা পায়ে বেঁধে নিতাম।”

 অক্ষয়কে কী কী বললেন মোদী? পড়ুন দশটি পয়েন্ট

iso9rng

ত্বকের যত্নের জন্য একটি আয়ুর্বেদিক রহস্য জানিয়েছেন প্রধানমন্ত্রী। ত্বক ভালো রাখতে মুখে নাকি নিয়মিত ক্যাস্টর তেল ব্যবহার করেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, “আমি কয়েক বছর আগে কৈলাশ ভ্রমণে গিয়েছিলাম। মোট দূরত্ব প্রায় ১০০০ কিলোমিটার ছিল এবং আমাকে সব পথেই হেঁটে যেতে হয়েছিল। অনেক লোকই আমার সাথে ছিল এবং তাঁরা তাঁদের ত্বকের যত্ন নেওয়ার জন্য খুব দামী দামী পণ্য ব্যবহার করছিল। আমার সঙ্গে ছিল ক্যাস্টর তেল এবং আমি শুধু মুখে ওই তেলই লাগাতাম!” মোদি আরও বলেন, “ছয় দিন পর ওদের ত্বক জ্বলতে লাগল, কিন্তু আমার কিছুই হয়নি। সেই দিন থেকে, প্রতি রাতে সবাই আমার কাছ থেকে ক্যাস্টর তেল নিয়ে যেত, মুখে মাখত।” 

মমতা দিদি এখনও বছরে দু-একটা পাঞ্জাবি আর মিষ্টি পাঠান: অক্ষয় কুমারকে বললেন মোদী

প্রধানমন্ত্রী মোদি আরও জানিয়েছেন সময়মতো খাওয়া এবং সুস্থ খাওয়ার মাধ্যমে স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার ওপর জোর দেন তিনি। তিনি রাগ কমানোর বিষয়েও কিছু টিপস দিয়েছেন। মোদি বলেন, “আমি আমার রাগ প্রকাশ করি না কারণ এটি নেতিবাচকতার দিকে মানুষকে পরিচালিত করে।” জাতীয় নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের পরে বুধবার অভিনেতা অক্ষয় কুমারের সাথে “"অকপট এবং অ-রাজনৈতিক” আড্ডায় বসেছিলেন মোদি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.