This Article is From May 30, 2019

সন্ধ্যায় শপথ নেবেন প্রধানমন্ত্রী, মোদী ব্রিগেডে বাংলার ক’জন?

প্রথম থেকেই শোনা যাচ্ছে এবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছেন বিজেপি সভাপতি। তবে দলের একটি অংশে এই বক্তব্যের সত্যতা নিয়ে সন্দিহান।

সন্ধ্যায় শপথ নেবেন প্রধানমন্ত্রী, মোদী ব্রিগেডে বাংলার ক’জন?

Swearing in Ceremony:মন্ত্রিসভার সদস্যদের নাম নিয়ে আলোচনা হয়েছে মোদী- শাহর।

হাইলাইটস

  • দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী
  • প্রধানমন্ত্রীর বাড়িতে মন্ত্রিসভার সদস্যদের নাম ঠিক করা নিয়ে একাধিক বৈঠক
  • বিজেপি সভাপতি অমিত শাহও এ নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছেন

আর কয়েক ঘণ্টা বাদেই দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী (Prime Minister)  হিসেবে শপথ (Modi Swearing in Ceremony) নিতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু মন্ত্রিসভায় (Union Cabinet) কারা কারা থাকবেন তা নিয়ে জল্পনা চলছেই। গত ২৪ ঘণ্টায় প্রধানমন্ত্রীর (Prime Minister) বাড়িতে মন্ত্রিসভার সদস্যদের নাম ঠিক করা নিয়ে একাধিক বৈঠক হয়েছে। বিজেপি সভাপতি অমিত শাহও (BJP Chief Amit Shah)  এ নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছেন। প্রথম থেকেই শোনা যাচ্ছে এবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছেন বিজেপি সভাপতি। তবে দলের একটি অংশে এই বক্তব্যের সত্যতা নিয়ে সন্দিহান। এরই মধ্যে আজ সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল (National War Memorial) থেকে শুরু করে রাজঘাটের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান প্রধানমন্ত্রী মোদী। এরপর বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে তিনি বৈঠক করেছেন বলে খবর। সেখানে আরও একবার মন্ত্রিসভার সদস্যদের নাম নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 

নরেন্দ্র মোদীর শপথগ্রহণে আসছেন রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী

এবার পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফল খুবই ভালো হয়েছে। তাছাড়া বাংলা দখলের পরিকল্পনা শুরু করেছে বিজেপি এমতাবস্থায় বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিনিধি সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বা তৃণমূল ছেড়ে আসা মুকুল রায় মন্ত্রী হতে চাইছেন না বলে দল সূত্রে জানা গিয়েছে। গত  মন্ত্রিসভায় বাংলা  থেকে দুজন সদস্য ছিলেন। এবার সেই সংখ্যা বাড়ে কিনা সেটাই দেখার। এদিকে গতকালই বীরভূমের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম বিজেপিতে যোগ  দিয়েছেন তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন আছে। 

শপথগ্রহণের আগের দিন নতুন মন্ত্রিসভা নিয়ে ৩ ঘণ্টার বৈঠক মোদী-অমিতের

পুরনো মন্ত্রিসভা থেকে কয়েকজন এবারও মন্ত্রিত্বে দায়িত্বে থেকে যাচ্ছেন। সূত্র বলছে সেই তালিকায় রয়েছেন রাজনাথ সিং, নীতিন গড়করি, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন, সুরেশ প্রভু, রবিশংকর প্রসাদ, ভি কে  সিংহ এবং রাম  বিলাস পাসোয়ান। এছাড়া উত্তরপ্রদেশের অমেঠীতে  রাহুল গান্ধী কে পরাজিত করে দলের মধ্যেই বাহবা কুড়িয়েছেন স্মৃতি ইরানি। মনে করা হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্র দিয়ে তাঁকে পুরস্কৃত করতে চলেছে বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা অরুণ জেটলির শরীর গত কয়েক ধরেই খারাপ। গতকাল তিনি চিঠি লিখে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তাঁকে যেন এবার কোনও মন্ত্রক দেওয়া না হয়। তবে জেটলিকে তাঁর মন্ত্রিসভার প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাই গতকাল রাতেই তার বাড়ি গিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চিঠিতে তিনি লিখেছিলেন আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাই যে আমার চিকিৎসার জন্য কিছুটা সময় প্রয়োজন। আর তাই আমার পক্ষে এখন কোনও দায়িত্ব সামলানো সম্ভব নয়। এরপরই জেটলির বাড়ি গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী।

নিজের দলের পাশাপাশি শরিক দল থেকে কয়েকজনকে মন্ত্রী করছেন মোদী। তার মধ্যে আছে মহারাষ্ট্রের শিবসেনা। শিবসেনার অরবিন্দ সাওয়ান্ত মন্ত্রী হতে চলেছেন বলে শোনা যাচ্ছে। রামবিলাস পাসোয়ানের মন্ত্রী হওয়া প্রায় পাকা। পাঞ্জাবের শিরোমণি অকালি দলের সুখবীর সিং বাদল বা হারসিমরত কৌরের মধ্যে কেউ একজন মন্ত্রী হচ্ছেন। তামিলনাড়ুর এআই ডিএমকের এক প্রতিনিধিকেও মন্ত্রিসভায় নিতে পারেন প্রধানমন্ত্রী।
 

.