PM Modi Oath Ceremony: মমতার সমালোচনায় সরব হয়েছে শিবসেনা
মুম্বই: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Bannerjee) সমালোচনা করল বিজেপির জোট সঙ্গী শিবসেনা (Shiv Sena) । মমতা বুধবার জানান প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে (Swearing in Ceremony) তিনি উপস্থিত থাকবেন না। এর আগে মঙ্গলবার অবশ্য তিনি বলেছিলেন উপস্থিত থাকার চেষ্টা করবেন। তবে ২৪ ঘণ্টার মধ্যেই টুইটারে তিনি বলেন, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের খুনের ঘটনায় তৃণমূলকে অহেতুক অভিযুক্ত করা হচ্ছে তারপর তাঁর পক্ষে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা অসম্ভব। মমতার এই বক্তব্যের জন্য তাঁর সমালোচনায় সরব হয়েছে শিবসেনা (Shiv Sena)।
দলের মুখপাত্র সামনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, নরেন্দ্র মোদী যদি আবারও প্রধানমন্ত্রী হন তাহলে দেশের গণতন্ত্র বিপদের মুখে পড়বে। বিরোধীরা এমনই কথা বলত। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর মধ্যে একজন। কিন্তু মোদী গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন। এবং সংবিধান সাংবিধানিক রীতিনীতি মেনে শপথ গ্রহণ করছেন। মমতা সেই অনুষ্ঠানে থাকবেন না বলেছেন। আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। এটা অস্বীকার করার উপায় নেই যে নির্বাচনে সন্ত্রাস হয়েছিল। আর তাই নির্বাচনী সন্ত্রাসে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের আত্মীয়কে আমন্ত্রণ করা হয়েছে বলে কোনও অনুষ্ঠান বয়কট করার যুক্তি থাকতে পারে না। এরা সকলেই ভারতীয় বাংলাদেশী নন কেউ। তাই ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার অধিকার অন্যদের মতো এঁদেরও আছে।
মুখ্যমন্ত্রীকে আক্রমন করে তাতে লেখা হয় ওড়িশায় ঘূর্ণিঝড়ের সময় প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ওড়িশায় বিজেপির পরাজয় হয়েছে এটা গণতন্ত্রের নিয়ম। এই প্রতিবেদনে অন্ধ্রপ্রদেশের জগমোহন রেড্ডিকে বিজয়ী বীর বলা হয়েছে। পাশাপাশি জয়ের পর প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেছেন তারও প্রশংসা করা হয়েছে। শেষমেশ প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে গড়হাজির থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী জানান তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার চেষ্টা করবেন। কিন্তু একদিনের মধ্যে ১৮০ ডিগ্রি অবস্থান বদল করলেন মমতা।