জাকার্তার কালিবাতা ন্যাশনাল হিরোজ গোরস্থানে প্রধানমন্ত্রী মোদি।
জাকার্তা:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার জাকার্তায় পৌঁছেছেন। তাঁর ত্রিদেশীয় সফরের প্রথম দেশ ইন্দোনেশিয়া। বাকি দুটো দেশ হল- মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। ইন্দোনেশিয়ার প্রবাসী ভারতীয়রা ওই দেশে মোদিকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরে টুইট করেন, “ইন্দোনেশিয়ার প্রবাসী ভারতীয়দের আমি ধন্যবাদ জানাই আমায় এভাবে স্বাগত জানানোর জন্য…” এই পাঁচদিনের সফরে ভারতের সঙ্গে এই দেশগুলির ব্যাবসায়িক ও কৌশলগত সম্পর্ক বাড়ানোই মূল লক্ষ্য।
মোদির ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সফর নিয়ে 10টি তথ্য:
- সফরের শুরুর দিন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর সঙ্গে আলোচনা করেন মোদি।
- কালিবাতা ন্যাশনাল হিরোস গোরস্থানে অনুষ্ঠিত স্মরণোৎসবের পরে জাকার্তায় রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হয় তাঁকে।
- সকাল 9’টা থেকে 10:30 এর মধ্যে মোদি ও উইদোদোর কথাবার্তা হয়।
- সন্ধ্যাবেলায় প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার শিল্পপতিদের সঙ্গে একটি আলোচনাসভায় অংশ নেবেন।
- প্রধানমন্ত্রীর জাকার্তা সফর শেষ হবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির দেওয়া একটি ব্যাঙ্কোয়েট ডিনারের সঙ্গে।
- 31 মে প্রধানমন্ত্রী মোদি যাবেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
- সেই সফর শেষ করার পর তিনি যাবেন সিঙ্গাপুর।
- শুক্রবার প্রধানমন্ত্রী মোদি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকবকে ফোন করবেন।
- তারপরে, সন্ধ্যা নাগাদ, সাংগ্রি-লা’তে উনি বেধধে দেবেন আলোচনার মূল সুরটি।
- 1 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্লিফোর্ড পিয়ারে একটি ফলক উন্মোচন করবেন। যেখানে 1948 সালের 27 মার্চ মহাত্মা গান্ধীর অস্থি বিসর্জন করা হয়েছিল।