This Article is From Dec 22, 2019

“আমি দুবার জেতায় ক্ষোভ রয়েছে”, নাগরিকত্ব বিলের সমালোচকদের একহাত নিলেন প্রধানমন্ত্রী

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে নীরব ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এদিন ইঙ্গিত দিলেন, দেশের “বৈচিত্রকে” সম্মান করেন তিনি

“আমি দুবার জেতায় ক্ষোভ রয়েছে”, নাগরিকত্ব বিলের সমালোচকদের একহাত নিলেন প্রধানমন্ত্রী

রামলীলা ময়দান থেকে দিল্লির নির্বাচনী প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে নীরব ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এদিন ইঙ্গিত দিলেন, দেশের “বৈচিত্রকে” সম্মান করেন তিনি। কোনওরকম স্পষ্ট মন্তব্য না করে, রামলীলা ময়দান থেকে রবিবার নির্বাচনের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী, আর সেই সভাতেই নয়া স্লোগান তৈরি করলেন তিনি, বললেন, “এখন আমি বলব ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’, আপনারা বলবেন ‘ভারতের বিশেষত্ব’ জনতার উদ্দ্যেশে এমনটাই বললেন দেশের প্রধান প্রশাসক। দিল্লির বিভিন্ন ইস্যু নিয়ে সরব হওয়ার আগে তিনবার এই স্লোগান দিলেন প্রধানমন্ত্রী। পরে তিনি বলেন, “উঠে দাঁড়িয়ে সংসদকে সম্মান জানান”।

নাগরিকত্ব বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদির সেরা ৫টি উক্তি এখানে:

  1. নাগরিকত্ব বিল নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছি, এই মিথ্য দাবি গ্রহণ করবে না মানুষ”।
     

  2. দিল্লির সভায় নাগরিকত্ব বিল নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সংসদকে সম্মান জানান”
     

  3. দিল্লির রামলীলা ময়দানের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের অনন্যতা”
     

  4. দিল্লির সভায় প্রধানমন্ত্রী বলেন, দিল্লিতে এর আগে বাজার অগ্নিকাণ্ডের ঘটনায়, বহু মানুষের জীবনহানি হয়েছে, অনেকে আগুনের ভিতরে ঢুকেছেন এবং যতজনকে পেরেছেন বাইরে বের করে এনেছেন, তাঁরা ধর্ম জিজ্ঞেস করেননি। পুলিশকে কি সম্মান জানানো উচিত নয়, গত কয়েক বছরে ৩৫,০০০ পুলিশকর্মী দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমার সঙ্গে স্লোগান দিন, “শহিদ অমর রহে”।
     

  5. মোদিকে ঘৃণা করুন, তবে ভারতকে ঘৃণা করবেন না, দিল্লির রামলীলা ময়দানের সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
     

  6. “সংশোধিত আইন নাগরিকত্ব কেড়ে নেবে না”, বললেন প্রধানমন্ত্রী মোদি
     

  7. “মোদির কুশপুতুল পোড়ান, তবে সরকারি সম্পত্তি পোড়াবেন না”, বিক্ষোভকারীদের বার্তা প্রধানমন্ত্রীর়
     

  8. “নাগরিকত্ব সংশোধিত আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য”, দিল্লির সভায় বললেন প্রধানমন্ত্রী
     

  9. এনআরসি-নাগরিকত্ব আইনে ভারতীয় মুসলিমদের নিয়ে কিছু বলা হয়নি, “ডিটেনশন সেন্টার নিয়ে ভুল বলছে ‘আরবান নকশালরা'।
     

  10. প্রধানমন্ত্রী মোদি বলেন, “এই বিল পাস করানো থেকে, কিছু দল গুজব ছড়াচ্ছে...যারা ঘৃণা ছড়াচ্ছে, তাদের বলতে চাই: আরা কি আপনাদের ধর্ম জিজ্ঞেস করেছি, কোন দল আপনারা সমর্থন করেন? আমরা কি কোনও প্রমাণ চেয়েছি? কেন্দ্রের সাহায্য হিন্দু, মুসলিম, শিখ, খ্রিশ্চান, সবার জন্য। আমি তাদের চ্যালেঞ্জ করছি। কোথাও কি বিভাজের গন্ধ রয়েছে? যদি থাকে, তাহলে আপনারা দেশবাসীর সামনে আনুন”।



Post a comment
.