এদিকে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
হাইলাইটস
- তিনি বলেন প্রধানমন্ত্রী অজিত ডোভালকে বলেন কিছু তো করুন
- মমতা বলেন বিজেপি চোরেদের পার্টি তৃণমূল নয়
- পরিস্থিতি খুব খারাপ আজ বাংলায় যা হচ্ছে কাল তো অন্য রাজ্যে হতে পারে:মমতা
কলকাতা: সিবিআইয়ের সঙ্গে সংঘাত প্রশ্নে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন প্রধানমন্ত্রী অজিত ডোভালকে বলেন কিছু তো করুন। আর তাই নিরাপত্তা উপদেষ্টার সিবিআইকে এ ধরনের কাজ করার নির্দেশ দেন। মমতা বলেন বিজেপি চোরেদের পার্টি তৃণমূল নয়।
পরিস্থিতি খুব খারাপ। আজ বাংলায় যা হচ্ছে কাল তো অন্য রাজ্যে হতে পারে: মমতা আমাদের ধর্না রাজনৈতিক কারণে নয় মানুষের জন্য। মমতা বলেন, মোদী পাগল হয়ে গিয়েছেন আমাদের ধর্না গনতন্ত্রকে রক্ষার কারণে। আমাদের সব অধিকার কেড়ে পরাধীন করে দেওয়া হচ্ছে
এদিকে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কলকাতা পুলিশের সঙ্গে সিবিআইয়ের বেনোজির সংঘাতের পর রাজ্যের 356 ধারা জারি করার কথা বললেন আসানসোলে সাংসদ। শুধু বাবুল নন বিজেপির অনেক নেতাকেই এ ধরনের কথা বলতে শোনা যাচ্ছে।
এর আগেও একাধিকবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেছে বিজেপির । এর আগে আসানসোলে উত্তেজনার সময়ও এমন দাবি উঠেছিল। এবার তা জোরাল হল।