This Article is From Dec 30, 2018

আন্দামান নিকোবরে নেতাজির নামে দ্বীপ, আনুষ্ঠানিক ঘোষণা করলেন মোদী

আন্দামান নিকোবরের তিনটি দ্বীপের নাম বদল হল

আন্দামান নিকোবরে নেতাজির নামে দ্বীপ, আনুষ্ঠানিক ঘোষণা করলেন মোদী

আন্দামান নিকোবরের তিনটি দ্বীপের নাম বদল হল ।

হাইলাইটস

  • আন্দামান নিকোবরের তিনটি দ্বীপের নাম বদল হল
  • নাম বদলের পাশাপাশি স্ট্যাম্প এবং ৭৫ টাকার কয়েনের প্রকাশ করেন মোদী
  • মেরিনা পার্কে গিয়ে ১৫০ ফুট উঁচু জাতীয় পতাকাও উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী

আন্দামান নিকোবরের তিনটি দ্বীপের নাম বদল হল ।রোজ, নেলি এবং হ্যাভলক দ্বীপের নাম বদলে হল যথাক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু, শহিদ এবং স্বরাজ দ্বীপ।

আজ আন্দামানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা হয়। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে নাম বদল করতে প্রয়োজন এমন সমস্ত কাজই করা  হয়ে  গিয়েছিল আগেই।

ওদের খুন করে দাও, চিন্তা নেই, আমরা সামলে নেব", বললেন উপাচার্য

দ্বীপের নাম বদলের পাশাপাশি স্ট্যাম্প এবং ৭৫ টাকার কয়েনেরও কাশ করেন মোদী। তাছাড়া নেতাজির নামে  একটি বিশ্ববিদ্যালয় তৈরির কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর আগে আন্দামানের মেরিনা পার্কে গিয়ে ১৫০ ফুট উঁচু জাতীয় পতাকাও উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী।

.