This Article is From Jan 12, 2020

কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন নামকরণ হল ড. শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট

প্রধানমন্ত্রী কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন নামকরণ করলেন ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে (Syama Prasad Mookerjee)।

কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন নামকরণ হল ড. শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন নামকরণ করলেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) কলকাতা পোর্ট ট্রাস্টের (Calcutta Port Trust) নতুন নামকরণ করলেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (Dr Syama Prasad Mookerjee Port)। বিজেপির পূর্বসূরি ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Syama Prasad Mookerjee)। "কলকাতা বন্দরের নামকরণ হবে ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট, তিনি ভারতের শিল্পায়নের জনক ছিলেন। চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরি,  সিন্দরি সার কারখানা এবং দামোদর ভ্যালি কর্পোরেশন, হিন্দুস্তান এয়ারক্রাফট ফ্যাক্টরির মতো অনেক বড় প্রকল্পের বিকাশে বাংলার পুত্রসন্তান ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির খুব বড় ভূমিকা ছিল," বলেন প্রধানমন্ত্রী। একদা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর ছিল কলকাতা পোর্ট ট্রাস্ট। ‘‘পূর্ব ভারতের প্রবেশপথ'' নামে পরিচিত এই বন্দর বিশ্বের অন্যতম দীর্ঘ নৌপথ ছিল।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই বন্দর ভারতকে স্বাধীনতা পেতে দেখেছে। সত্যাগ্রহ থেকে স্বচ্ছাগ্রহ পর্যন্ত ভারতের যাত্রা দেখেছে। এই বন্দর কেবল ব্যবসায়ীদের জন্য নয়। বহু কিংবদন্তি মানুষ এখান দিয়ে গিয়েছেন।''

তৈরি হবে ‘বিপ্লবী ভারত' জাদুঘর, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আজ যখন সারা দেশ পোর্টের ১৫০ বছর পালন করছে, আমাদের দায়িত্ব একে নতুন ভারতের শক্তির প্রতীক করে তোলা।''

ড. ভীমরাও আম্বেদকর ও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এটা দুর্ভাগ্যের যে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বাবাসাহেব আম্বেদকর সরকার থেকে সরে যাওয়ার পর তাঁদের পরামর্শ সেভাবে প্রয়োগ করা হয়নি যেভাবে প্রয়োগ করা উচিত।''

‘‘নাগরিকত্ব আইন নাগরিকত্ব কেড়ে নেবে না'': কলকাতায় দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আজ যখন সারা দেশ পোর্টের ১৫০ বছর পালন করছে, আমাদের দায়িত্ব একে নতুন ভারতের শক্তির প্রতীক করে তোলা।''

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ‘‘আমাদের সরকার বিশ্বাস করে ভারতের বন্দরগুলি ভারতের উন্নতির দ্বারপ্রান্ত।'' তিনি জানান, ৬ লক্ষ কোটি টাকার ৫৭৫টি প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে বন্দরকে ঘিরে। এর মধ্যে ৩ লক্ষ কোটি টাকার ২০০-র বেশি প্রকল্পের কাজ এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। ১২৫টি প্রকল্প এর মধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে।

দু'দিনের জন্য রাজ্যে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার শহরে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। রবিবার সকালে প্রধানমন্ত্রী জানান, ‘‘নাগরিকত্ব আইন নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়, ন‌াগরিকত্ব দেওয়ার জন্য।''

.