This Article is From Mar 28, 2019

মিশন শক্তির সাফল্য নিয়ে বিশিষ্টদের টুইটের উত্তর দিলেন প্রধানমন্ত্রী

মহাকশে ভারতের সাফল্যের খবর ঘোষণা হতে না হতেই প্রতিক্রিয়ার ঢেউ আছড়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়।

মিশন শক্তির  সাফল্য নিয়ে বিশিষ্টদের টুইটের উত্তর দিলেন প্রধানমন্ত্রী

মোদী বলেন, "যেভাবে আপনি খারাপ বলকে মাঠের বাইরে ফেলে দেন ঠিক সেভাবে আমাদের ক্ষমতা কতটা সেটা অশুভ শক্তিকে বিজ্ঞানীরা বুঝিয়ে দিলেন"

হাইলাইটস

  • মিশন শক্তির সাফল্য নিয়ে বিশিষ্টদের টুইটের উত্তর দিলেন প্রধানমন্ত্রী
  • ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান বলেন, এটা দেশের কাছে গর্বের মুহূর্ত
  • প্রতিক্রিয়া দেন প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে লতা মঙ্গেশকরও
নিউ দিল্লি:

মহাকশে ভারতের সাফল্যের (Space Achievement)  খবর ঘোষণা হতে না হতেই প্রতিক্রিয়ার ঢেউ আছড়ে  পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন পেশার সঙ্গে  জড়িত ব্যক্তিদের পাশাপাশি প্রতিক্রিয়া দেন বহু বিশিষ্ট মানুষও। তাঁদের কয়েকজনকে জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) নিজেই। ডিআরডিও (DRDO) যা করেছে তা নিয়ে প্রতিক্রিয়া দিতে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) বলেন, এটা দেশের কাছে গর্বের মুহূর্ত। জবাবে মোদী বলেন, "যেভাবে আপনি খারাপ বলকে মাঠের বাইরে ফেলে দেন ঠিক সেভাবে আমাদের ক্ষমতা কতটা সেটা অশুভ শক্তিকে বিজ্ঞানীরা বুঝিয়ে দিলেন"। প্রতিক্রিয়া দেন প্রতিবন্ধী ক্রীড়াবিদ দীপক মালিকও। তাঁকে জবাব দিয়ে  প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানীরাই সম্পূর্ণ কৃতিত্বের অধিকারী। লতা মঙ্গেশকরের মন্তব্যের জবাব দিয়ে মোদী বলেন, বিজ্ঞানীরা ভারতের গর্ব। এছাড়া দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, পন্ডিচেরির রাজ্যপাল কিরন বেদীও এই সাফল্যের  প্রশংসা করেন।

ক্ষমতায় এলে নোটবাতিলের তদন্তের জন্য যোজন কমিশন গঠন, প্রতিশ্রুতি মমতার


এই ঘোষণার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল গুলি। লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর এ ধরনের ঘোষণার উদ্দেশ নিয়েই প্রশ্ন উঠেছে। সরকারের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে কয়েকটি বিরোধী। কিন্তু সূত্র থেকে  জানা গিয়েছে কমিশন বলেছে নিরাপত্তা  সংক্রান্ত ঘোষণা করার ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে একথা জানালেও কোনও রকম ভাবে আইন ভঙ্গ হয়েছে কিনা  তা খতিয়ে দেখবে কমিশন।

.