Read in English
This Article is From Aug 12, 2018

এনআরসি নিয়ে নাম না করে মমতাকে বিঁধলেন মোদি

এতদিন তিনি নীরব ছিলেন। সেটা নিয়ে বার বার সরব হয়েছে বিরোধীরা। এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from ANI)

অসমের ঘটনায়  তোলপাড় চলছে অনেক দিন ধরে।

নিউ দিল্লি :

এতদিন তিনি নীরব ছিলেন। সেটা নিয়ে বার বার সরব হয়েছে বিরোধীরা। এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অসমে এনআরসি নিয়ে প্রথম মন্তব্য করেই নাম না করে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়কে। এনআরসি তালিকা তৈরি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি। তাঁর এমন মন্তব্যের প্রেক্ষিতে আক্রমণ শানালেন মোদি। বললেন, "এমন কথা থেকেই বোঝা  যায় তিনি ( মমতা) নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছেন।" প্রধানমন্ত্রীর কথায়, "যাঁরা নিজেদের উপর আস্থা রাখতে পারেন না বা মানুষের সমর্থন যাঁদের সঙ্গে নেই, তাঁরাই এ ধরনের মন্তব্য করেন।" সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে  শনিবার এভাবেই আক্রমণ শানান মোদি। তাঁর মনে হয় দেশের মানুষ কী ভাবছেন তা এই নেতাদের বোধগম্য হয় না।

অসমের ঘটনায় তোলপাড় চলছে অনেকদিন ধরে। কিন্তু এর আগে কোনও মন্তব্য করেননি মোদি।       

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আরও জানান, "আমি দেশবাসীকে বলছি চিন্তার কোনও কারণ নেই। একজন বৈধ নাগরিকেরও নাম বাদ পড়বে না। যদি কোনও ভারতীয়র নাম বাদ পড়ে থাকে তাহলে তাঁকে প্রমাণ পেশ করে  নাম তোলার সমস্ত রকমের সুযোগ করে দেওয়া হবে।" পাশাপাশি বিরোধী দলগুলির সমালোচনা করে  মোদী বলেন,  "তৃণমূল এবং কংগ্রেস এ নিয়ে রাজনীতি করছে - এটা খুবই দুর্ভাগ্যজনক।" 

Advertisement

 

Advertisement