অরুণ জেটলি চিঠি লিখে জানিয়েছেন, তিনি চিকিৎসাধীন হওয়ার কারণে কোনও দায়িত্ব নিতে চান না। (ফাইল)
হাইলাইটস
- সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানাতে অরুণ জেটলির বাড়িতে মোদী।
- জেটলি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন, তিনি দায়িত্ব নিতে চান না।
- ৬৬ বছরের অরুণ জেটলি গত ১৮ মাসে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন।
নয়াদিল্লি: আগামিকালের শপথগ্রহণের আগে প্রবল ব্যস্ততার মধ্যেই দলের বর্ষীয়ান নেতা অরুণ জেটলির (Arun Jaitley) সঙ্গে দেখা করে তাঁকে তাঁর সিদ্ধান্তের ব্যাপারে পুনর্বিবেচনা করার কথা বলতে তাঁর বাড়িতে গেলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সূত্র মারফত এখবর জানতে পেরেছে NDTV। আজ সকালে জেটলি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন, আগামী সময়ে তাঁকে কোনও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। তিনি জানান, তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে জেটলি লেখেন, তিনি ‘‘ বর্তমানে, নতুন সরকারে কোনও দায়িত্বে'' থাকতে চান না। ওই চিঠির কপি তিনি টুইটারে শেয়ারও করেন।
নরেন্দ্র মোদীর শপথগ্রহণে আসছেন রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী
তিনি ওই চিঠিতে লেখেন— ‘‘আমি আপনাকে লিখতে চাই আমার নিজের জন্য, নিজের চিকিৎসার জন্য এবং নিজের স্বাস্থ্যের জন্য প্রশস্ত সময় দরকার। তাই অনুরোধ করছি আমাকে বর্তমানে, নতুন সরকারে কোনও দায়িত্বে না রাখার জন্য।''
৬৬ বছরের অরুণ জেটলি গত ১৮ মাসে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন।
তবে বিজেপি নেতা জানিয়েছেন তিনি ‘‘নিশ্চিত ভাবে'' সরকার বা দলের কোনও প্রয়োজনে যে কোনও কাজ করতে রাজি।
দলের তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতার অন্যতম অরুণ জেটলির অবস্থান মোদী ও অমিত শাহর পরেই। গত বৃহস্পতিবার রাতে জয়ের পরে বিজেপির সদর দফতরে উদযাপনের সময়েও উপস্থিত থাকেননি তিনি।
অন্তত গত দু'সপ্তাহ তাঁকে প্রকাশ্যে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় মেসেজ করতে ও ব্লগ লিখতে দেখা গিয়েছে অরুণ জেটলিকে।
তাঁর অসুখ নিয়ে নানা গুজব এই ক'দিনে শোনা গেলেও বিভিন্ন ছবিতে জেটলিকে অনেকের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে।
মোদীর শপথে থাকছেন না মমতা, অবস্থান বদলে বললেন দয়া করে মাফ করুন আমায়
এই সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিপদ দাস জেটলির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।
আইনজীবী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা জেটলি বরাবরই বিজেপির প্রথম সারির নেতা। একদিকে যেমন গত পাঁচ বছরে বহু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি, পাশাপাশি সরকারের বিতর্কিত সিদ্ধান্তে সমর্থন করে বক্তব্যও রেখেছেন তিনি।
২০১৪ সালে ক্ষমতায় আসার পরে মোদী তাঁকে তিনটি মন্ত্রক সামলানোর দায়িত্ব দেন— অর্থ, প্রতিরক্ষা এবং তথ্য ও সম্প্রচার।
গত বছরের মে মাসে কিডনি প্রতিস্থাপনের পর থেকেই জেটলির স্বাস্থ্যের অবনতি হয়। শর্করা রোগে আক্রান্ত জেটলি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকায় গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারেননি।